ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা-১ ॥ নৌকার হাল ধরতে চান আখির

প্রকাশিত: ০৭:০০, ১৭ অক্টোবর ২০১৮

নেত্রকোনা-১ ॥ নৌকার হাল ধরতে চান আখির

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ অক্টোবর ॥ প্রথমবারের মতো নির্বাচনী মাঠে নেমেই আলোচনার জন্ম দিয়েছেন রোটারিয়ান আতাউর রহমান খান আখির। গারোপাহাড় অধ্যুষিত নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নৌকার হাল ধরতে চান এই তরুণ প্রার্থী। এরই মধ্যে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ, উঠান বৈঠক, ব্যানার-পোস্টারিং ও শোডাউন করে ভোটারদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন তিনি। কলমাকান্দার কনুরা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সুলতান আহমেদ খানের পুত্র আতাউর রহমান আখির ছাত্রজীবনে ঢাকা কলেজে ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একজন রোটারিয়ান হিসেবেও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকা-ে জড়িত আছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ আগেভাগেই মাঠে নেমেছিলেন ক্লিন ইমেজের এ প্রার্থী। এরই মধ্যে একাধিকবার চষে বেড়িয়েছেন কলমাকান্দা-দুর্গাপুর উপজেলার সব কয়টি গ্রাম-গঞ্জ। বহু সভা-সমাবেশ, উঠান বৈঠক ও শোডাউন করেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। আখির বলেন, নির্বাচনী এলাকায় আমিই সবচেয়ে তরুণ প্রার্থী। এলাকার তরুণ সমাজ আমাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও আমার নিবিঢ় সুসম্পর্ক রয়েছে। তারা আমার প্রতিটি কর্মসূচীতে ব্যাপক সাড়া জুগিয়েছেন। দীর্ঘদিন ধরে গণসংযোগের কারণে সাধারণ ভোটারদের কাছে আমি এখন পরিচিত মুখ। তাই দলীয় মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে জয়ী হব। আখির আরও বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দুর্গাপুর-কলমাকান্দা এলাকাটি অনেক সম্ভাবনাময়। কিন্তু অবহেলিত এ জনপদে আজও কাক্সিক্ষত উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নত রাস্তাঘাটের অভাবে অথনৈতিক উন্নয়ন পিছিয়ে আছে। পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোরও আধুনিকায়ন দরকার। নির্বাচিত হয়ে আমি এসব পুঞ্জিভূত সমস্যার সমাধানে কাজ করতে চাই।
×