ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ-৫ ॥ মনোনয়ন প্রত্যাশী ভিপি বাদলের গণসংযোগ

প্রকাশিত: ০৭:০১, ১৭ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জ-৫ ॥ মনোনয়ন প্রত্যাশী ভিপি বাদলের গণসংযোগ

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল ওরফে ভিপি বাদল গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, শো-ডাউন ও সভা-সমাবেশ করছেন। ভিপি বাদল নৌকার হাল ধরতে নানামুখী প্রচার চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহর ও বন্দর এলাকায় গিয়ে আওয়ামী লীগের বিগত দিনের উন্নয়নের কথা তুলে ধরছেন। জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন। নৌকা মার্কায় কেন ভোট দেবেন? জনগণের কাছে এ বিষয়টি তুলে ধরছেন। বিলি করছেন আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকা- সম্বলিত লিফলেট। নারায়ণগঞ্জ-৫ আসনটি মহাজোটের কারণে ২০০৮ ও ২০১৪ সালে সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়া হয়। এবার আসনটিতে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী দেয়ার জোর দাবি জানাচ্ছেন তিনি। বিগত নির্বাচনে মহাজোটকে দেয়া এ আসনটি অন্য জেলায় স্থানান্তরের দাবি জানান। এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল ১৯৭৪-৭৫ সালে নারায়ণগঞ্জের চাষাড়া ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সদস্য ছিলেন। পরে ১৯৭৬-১৯৭৭ মেয়াদে চাষাড়া ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ১৯৮৬-৮৭ সেশন, ১৯৮৮-৮৯ সেশন ও ১৯৯১-৯২ সেশনে সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের তিনবার নির্বাচিত ভিপি (সহ-সভাপতি) ছিলেন। তখন সাধারণ ছাত্রজনতা তাকে ভিপি বাদল খেতাবে ভূষিত করেন। ১৯৮৩-১৯৮৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯১ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। পরে তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির (মান্নান-নানক) সদস্য ছিলেন। এরপর ১৯৯৪ ও ২০০৬ সালে দু’বার নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ পৌরসভার প্রশাসক পদেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ভিপি বাদল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। তিনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, নারায়ণগঞ্জ জেলা বার শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ভিপি বাদলের সহধর্মিণী নাহিদা হাসনাত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার সহধর্মিণী বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদে আছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ভিপি বাদল বলেন, প্রধানমন্ত্রী আমাদের তৃণমূল নেতাকর্মীদের ডেকে নিয়ে নিজের হাতে খাইয়েছেন। তখন বলছেন মার্কা দেখব, প্রার্থী দেখব না। ওই দৃষ্টিকোণ থেকে আমরা নারায়ণঞ্জের ৫টি আসনই নৌকা দাবি করে আসছি। বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসন বিগত ১৭-১৮ বছর ধরে বঞ্চিত ও অত্যাচারিত। এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত। আমরা ৫টি আসনেই নৌকার প্রার্থী চাই। তবে নারায়ণগঞ্জ-৫ আসনটি এবার নৌকাকে দেয়ার জোর দাবি জানাই। তারপরও আমাদের জনননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দেবেন আমরা আমাদের নেত্রীর সেই নির্দেশ পালন করব। এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। নারায়ণগঞ্জ শহর ও বন্দর শেখ হাসিনার ঘাঁটি। যদি এ আসনে নৌকা মার্কার প্রার্থী দেয়া হয় তবে এ আসনটি শেখ হাসিনাকে নিশ্চিত বিজয় উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
×