ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারী -১ ॥ মনোনয়ন প্রত্যাশায় ভোটের মাঠে সুমী

প্রকাশিত: ০৭:০২, ১৭ অক্টোবর ২০১৮

নীলফামারী -১ ॥ মনোনয়ন প্রত্যাশায় ভোটের মাঠে সুমী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সরকার ফারহানা আক্তার সুমী ভোটের মাঠে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দুই উপজেলার ২০ ইউনিয়ন ও ডোমার পৌরসভার ভোটাররা সুমীর তারুণ্যের উদ্ভাসিত শক্তি, একাগ্রতা, সততা আর নিষ্ঠা দেখতে পেয়ে তাকে মনে প্রাণে আপন করে নিয়েছে। গত কয়েকদিনে সুমীর জনসংযোগের পথসভা ও জনসভাগুলোতে দলে দলে মানুষজন ছুটে এসেছে। সেখানেই শুরু হয়েছে তার জনপ্রিয়তার গণজোয়ার। সকাল হতে দুপুর, বিকেল হতে সন্ধ্যা এমন কি মধ্য রাত পর্যন্ত প্রতিটি এলাকার হাটবাজার, বাসা বাড়িতে ঘুরে ঘুরে তার জনসংযোগ তারুণ্যে এগিয়ে চলছে দীপ্ত অঙ্গীকারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য ১০টি বিশেষ উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য তুলে ধরে প্রতিটি পথসভা ও জনসভায় বক্তব্য রাখছেন সুমী। সরকার ফারহানা আক্তার সুমী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি। তিনি ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মেয়ে। এ ব্যাপারে সুমী বলেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করছি। শেখ হাসিনার কর্মী হিসেবে এলাকায় কাজ করছি। আমি নীলফামারী ১ আসনে মনোনয়ন প্রত্যাশী। তাই এলাকায় আমি জনসংযোগ পথসভা ও জনসভা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য তুলে ধরে সাধারণ জনগণের কাছে তা ছড়িয়ে দিচ্ছে।
×