ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

প্রকাশিত: ০৭:০৯, ১৭ অক্টোবর ২০১৮

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। [email protected] অধ্যায়-৭ ॥ গ্যাসীয় বিনিময় জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৩১। ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলে? উত্তর : অ্যালভিওলাস ৩২। ফুসফুস কয় ভাঁজবিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে? উত্তর : ২ ৩৩। ফুসফুসে প্রবেশের পর ব্রংকাই দুই শাখায় বিভক্ত, এগুলোকে কী বলে? উত্তর : অনুকোম শাখা ৩৪। শ^সনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে? উত্তর : ব্যাপন ৩৫। ফুসফুস ক্যান্সার হয় কোন ধাতুর সংস্পর্শে? উত্তর : নিকেল ৩৬। ব্রংকাইটিস কাকে বলে? উত্তর : শ^াসনালির ভেতরে আব"ত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে। ৩৭। কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া রোগ হয়? উত্তর : নিউমোকক্কাস ৩৮। গরপৎড়নধপঃবৎরঁস ঃঁনবৎপঁষড়ংরং কোন রোগের জীবাণু? উত্তর : যক্ষèা ৩৯। ঋতু পরিবর্তনে যে রোগ বৃদ্ধি পায় তার নাম কী? উত্তর : অ্যাজমা ৪০। প্যাপিলোমা ভাইরাস কোন রোগ সৃষ্টির জন্য দায়ী? উত্তর : ক্যান্সার ৪১। কোন রোগ থেকে রক্ষা পেতে শিশুকে বি.সি.জি টিকা দেওয়া হয়? উত্তর : যক্ষèা ৪২। কত বয়সের মধ্যে শিশুকে যক্ষèা রোগের টিকা দিতে হয়? উত্তর : এক বছর ৪৩। প্যাপিলোমা ভাইরাসের কোন দুটি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী? উত্তর : ই৬ ও ই৭ ৪৪। অন্তঃশ^সনের উপপর্যায় কোনটি? উত্তর : ৩টি ৪৫। প্লুরা কী? উত্তর : ফুসফুস দুস্তর বিশিষ্ট যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে প্লুরা বলে। ৪৬। উপজিহ্বা বা এপিগ্লটিস কী? উত্তর : স্বরযন্ত্রের উপরে অবস্থিত জিহ্বা আকৃতির ঢাকনাকে উপজিহ্বা বলে। ৪৭। ট্রাকিয়া কী? উত্তর : খাদ্যনালির সম্মুখে অবস্থিত একটি ফাঁপা নলকে ট্রাকিয়া বলে। ৪৮। অস্টিওপোরেসিস কী? উত্তর : অস্টিওপোরেসিস হলো একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। ৪৯। বায়ুথলি কী? উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্রোম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থানকেই বায়ুথলি বলে। ৫০। লসিকা কী? উত্তর : লসিকাবাহু ও লসিকাগ্রন্থির মধ্যে যে স্বচ্ছ, ঈষৎ হলুদ রঙের ক্ষারীয় তরল থাকে যা এক প্রকার পরিবর্তিত কলারস, তাকে লসিকা বলে।
×