ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ উইন্ডিজ কোচ!

প্রকাশিত: ১৭:২৬, ১৭ অক্টোবর ২০১৮

দুই ম্যাচ নিষিদ্ধ উইন্ডিজ কোচ!

অনলাইন ডেস্ক ॥ ভারতে খুব বাজে সময় কাটছে ক্রিকেটে হালের খর্বশক্তি ওয়েস্ট ইন্ডিজের। স্বাগতিকদের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। এবার আইসিসির নিষিধাজ্ঞার মুখে পড়তে হলো ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট লকে। ভারতের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে তাকে সাসপেন্ড করা হয়েছে। আম্পায়ারের বিরুদ্ধে অভব্য মন্তব্যের জন্য আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি আচরণ বিধির ২.৭ ধারায় ২ লেভেল ভঙ্গের জন্য স্টুয়ার্ট লকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সেই সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির বিবৃতি অনুযায়ী, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওপেনার কিয়েরান পাওয়েল আউট হওয়ার পর স্টুয়ার্ট ল টিভি আম্পায়ারের রুমে গিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেন। এরপর ফোর্থ আম্পায়ারের এরিয়ায় যান স্টুয়ার্ট ল এবং খেলোয়াড়দের উপস্থিতিতে তিনি আবারও আপত্তিকর মন্তব্য করেন। এর আগে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ডোমিনিকায় টেস্ট চলাকালে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল স্টুয়ার্ট লকে। সেই সময় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ।
×