ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে এসি ল্যান্ডের অপসারনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশিত: ২৩:২৪, ১৭ অক্টোবর ২০১৮

দৌলতপুরে এসি ল্যান্ডের অপসারনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) জাহাঙ্গীর আলমের অপসারনের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাহফুজ আহমেদের নেতৃত্বে দৌলতপুর সহকারী জজ আদালতের অর্ধশত আইনজীবী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাহফুজ আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. নিজাম উদ্দিন, এ্যাড. মসলেম উদ্দিন ও এ্যাড, নুরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে অইনজীবিগন বলেন, বিনা নোটিশে মঙ্গলবার রাতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তার দপ্তরের লোকজন হাতুড়ি, শাবল দিয়ে দৌলতপুর সহকারী জজ আদালত চত্বরের সামনে বসা দৌলতপুর আইনজীবী সমিতির সভাপতিসহ সকল আইনজীবিদের টেবিল, চেয়ার ও আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক। ফলে আইনজীবিদের আদালতের কার্যক্রমে অংশ নেওয়া বাধাগ্রস্থ ও অসম্ভব হয়ে পড়ে। নোটিশ না দিয়ে অবৈধভাবে আইনজীবীদের চেম্বার বা বসার স্থান সরিয়ে দেওয়া এবং টেবিল চেয়ারসহ আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ঘটনায় দৌলতপুর দূর্নীতিবাজ সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের অবিলম্বে অপসারনসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তাগন। এবিষয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বলেন, দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে রাস্তার ওপর যেসব টেবিল চেয়ার ছিল সেগুলো মঙ্গলবার রাতে ভেঙ্গে দেওয়া হয়েছে বা ডিষ্ট্রয় করা হয়েছে। এরমধ্যে হয়তো একজন আইনজীবীর একটি টেবিল থাকতে পারে। অফিস আদালতে যাতায়াতে অসুবিধা ও সমস্যার সৃষ্টি হওয়ায় রাস্তার ওপরের টেবিল চেয়ার ভাঙ্গা হয়েছে।
×