ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত: ০১:১২, ১৭ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। দেশের মানুষকে এখন আর সেই বাসন্তির মতো গায়ে ছেড়া জাল জড়িয়ে ইজ্জত ঢাকতে হয় না। মঙ্গা নামক শব্দটিও শোনা যায় না মানুষের মুখে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। মন্ত্রী বলেন, দেশের ধারাবাহিক উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে স্বাধীনতা বিরোধী চক্র। হাঁটু ভাঙ্গা, মাজা ভাঙ্গা যুক্তফ্রন্টের মাথায় ভর করে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় যাওয়ার চক্রান্তে মেতে উঠেছে। তাদের এ স্বপ্ন কোনোদিনই সফল হতে দেবে না এদেশের জনগন। কারণ বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের মুখে হাসি ফুটেছে। বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে আবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অতিদরিদ্রদের মাঝে অনুদান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়বর্ধনমুলক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, বিএমডিএর সহকারি প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ। শেষে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অতিদরিদ্র ২৪৬ জনের মাঝে ৪ লাখ ৯২ হাজার টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়বর্ধনমুলক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক।
×