ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিখোঁজের এক মাস পর চুয়াডাঙ্গায় এক যুবকের গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:১৮, ১৭ অক্টোবর ২০১৮

নিখোঁজের এক মাস পর চুয়াডাঙ্গায় এক যুবকের গলিত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ নিখোঁজের এক মাস তিনদিন পর চুয়াডাঙ্গার হাবিবপুর গ্রাম থেকে জিয়ারুল ইসলাম জিয়ার (৩৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিয়া একই গ্রামের আজিজুল হকের ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি বাগানের ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া বাড়ী থেকে নিখোঁজ ছিলো এক মাস তিনদিন। এরপর এদিন সকালে নিখোঁজ জিয়ার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জিয়ার স্ত্রী শুকজান খাতুন জানান ,জিয়া গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ছোট ছেলেকে মারপিট করার কারনে তার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। সে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করা হয়। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যায়নি। স্বামী নিখোঁজের ব্যাপারে জীবননগর থানায় সাধারণ ডাইরি করতে গেলে থানা পুলিশ ডাইরি নেয়নি। এক পর্যায়ে বুধবার সকালে হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাগানের ভিতরে জিয়ার লাশের সন্ধান পাওয়া গেলে তার গায়ের জামা এবং পরোনের লুঙ্গী দেখে সনাক্ত করা হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,নিহত যুবক জিয়া আমার গ্রামের ছেলে। তার নিখোঁজের ব্যাপারটি আমি শুনেছিলাম। লাশটি কার তা বোঝা মুসকিল। তবে তার পরিবারের সদস্যরা গায়ের জামা ও পরোনের লুঙ্গী দেখে সনাক্ত করেছে যে, সেটা নিখোঁজ জিয়ারই লাশ।
×