ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাল রপ্তানী বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

প্রকাশিত: ০১:২৭, ১৭ অক্টোবর ২০১৮

চাল রপ্তানী বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জেলা চাউলকল মালিক গ্রুপ সকল ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে কার্যকর ও চাউলের আমদানী শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। আজ বুধবার সকালে দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপ শহরের পুলহাটস্থ নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছেন। মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন ও সাধারণ সম্পাদক সুজা-উর-রব চৌধুরী স্মারকলিপিতে উল্লেখ করেন, দেশের অন্যতম চাউল উৎপাদনকারী জেলা দিনাজপুরে ২ হাজার ৫১৬টি অটো, মেজর, হট ফ্লু রাইস মিল এবং মেজর ও হাসকিং মিল দিনাজপুরে চাল উৎপাদন করে আসছে। বিপুল সংখ্যক রাইস মিলে হাজার হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের পাশাপাশি সহশিল্প হিসেবে পোল্ট্রি, মাছ, গো-খাদ্য ও স্বাস্থ্য সম্মত রাইস ব্রান ওয়েল উৎপাদন করছে। সরকার সকল ব্যাংকের ঋণের সুদ সিঙ্গেল ডিজিটে নির্ধারণের নির্দেশ দিলেও দিনাজপুরের বেসরকারী ব্যাংক সমূহ সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন না করে শতকরা ১৩ থেকে ১৫ ভাগ পর্যন্ত ঋণের সুদ গ্রহণ করছে। তবে সরকারী ব্যাংক সমূহে সরকারের নির্দেশনা কার্যকর করা হয়েছে। সিংহভাগ মিল মালিক বেসরকারী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে তাই অসম প্রতিযোগিতার কারণে বেসরকারী ব্যাংক সমুহের ঋণের সুদ বেশি হওয়ায় মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্তের কারণে অধিকাংশ মিল বন্ধ হয়ে যাচ্ছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দেশে বর্তমানে সরকারী ও বেসরকারী খাদ্য গুদাম ও কৃষকদের কাছে পযাপ্ত পরিমাণ চাউল মজুদ রয়েছে। নভেম্বর মাস থেকে বাজারে নতুন আমন ধান আসছে। যার ফলে দেশের খাদ্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে থাকার কারণে চাল আমদানী শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। আমদানী বন্ধ না হলে মিলগুলো অচল হয়ে হাজার হাজার নারী-পুরুষ শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়বেন। অবিলম্বে সকল ব্যাংকে সিঙ্গেল ডিজিটের ঋণের সুদ আদায় এবং চাউল রপ্তানী শূন্যের কোটায় নামিয়ে আনার সিদ্ধান্ত কার্যকরের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে মালিক গ্রুপের উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী ও মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, চাউলকল মালিক গ্রুপের সহ-সভাপতি নুরুজ্জামান সরকার ও মোঃ ফরহাদ মতিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামিউল আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাব্লু, কোষাধ্যক্ষ মোঃ মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরী, প্রচার সম্পাদক মাকদুম হোসেন চৌধুরী, কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
×