ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেশবপুরে বিরল প্রজাতির মেছো বাঘকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:৩৯, ১৭ অক্টোবর ২০১৮

কেশবপুরে বিরল প্রজাতির মেছো বাঘকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ গতরাতে কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও বনবিভাগ গভীর রাতে ওই গ্রামের কৃষক উবায়দুর রহমানের গোয়াল ঘরে ছাগল খেতে হানা দিয়ে একটি ছাগল মেরে ফেলে মেছো বাঘ। এসময় বাড়ির লোকজন টের পেয়ে গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় বাঘকে। তাদের চিৎকারে ওই প্রাণী গোয়াল ঘর থেকে বেরিয়ে বাগানে চলে যায়। মৃত ছাগলটিকে গোয়ালে রেখে বাড়ির মালিকরা পাহারা বসায়। কিছুক্ষন পর ছাগল খেতে পূনরায এলে এলাকাবাসী মেছো বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। বাড়ির মালিক কৃষক উবায়দুর রহমান জানান, তার গোয়াল ঘরে ছাগল খেতে এলে এলাকাবাসি মেছো বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে উপজেলা বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় মেছো বাঘটিকে ওই কৃষকের বাড়ির পাশে বাগানে মাটি চাপা দিয়েছে। উপজেলা বনবিভাগ কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই মেছো বাঘটি কৃষকের গোয়ালঘরে ঢুকে একটি ছাগল মেরে ফেলে। পরবর্তীতের এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে । উর্ধ্বতন কর্তৃপক্ষের সংগে কথা বলে মৃত বাঘটিকে মাটি চাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ঢাকা অফিসের গবেষক শিবলি সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই প্রাণিটি মেছো বাঘ। বাংলাদেশে মাত্র একটি প্রজাতিরই মেছো বাঘ রয়েছে বলেও বনকর্তা জানিয়েছেন।
×