ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নিরাপদ খাদ্য নিয়ে সেমিনার

প্রকাশিত: ০৪:২৫, ১৮ অক্টোবর ২০১৮

নীলফামারীতে নিরাপদ খাদ্য নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমানে বিভিন্ন ধরনের রসনাবিলাস ও মুখরোচক খাদ্যসহ দৈন্যদিনের খাদ্যের সমাহারের পাশাপাশি বিভিন্ন ভেজাল দেয়া হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সেমিনারে মন্তব্য করা হয়। সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, খাদ্যে ভেজাল রুখতে সরকার ইতোমধ্যে যুগোপযোগী খাদ্য আইন প্রণয়ন করেছে এবং আইনের বাস্তবায়নে সরকার পুরোপুরি আন্তরিক। তিনি নিরাপদ খাদ্য আইনের পাশাপাশি জনসচেতনা বৃদ্ধির আহ্বান জানান। ক্যাবের খাদ্য সুরক্ষা কমিটির জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সিয়ামের সঞ্চালনায় ও ক্যাবের জেলা সভাপতি মোস্তাফিজার রহমান দুলালের সভাপতিত্বে, বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবুল আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, সাবেক চেম্বার সভাপতি সফিকুল আলম, জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়শনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার প্রমুখ। সেমিনারে জেলার ছয় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দফতরের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকসহ অনেকে।
×