ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৯ বেসরকারী ব্যাংকেরই মুনাফা কমেছে

প্রকাশিত: ০৪:২৫, ১৮ অক্টোবর ২০১৮

১৯ বেসরকারী ব্যাংকেরই মুনাফা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী বাড়লেও ১৯টি বেসরকারী ব্যাংকেরই মুনাফা কমেছে। ব্যাংকাররা বলছেন, সরকারী ব্যাংকগুলোর মুনাফা বাড়ার পেছনে প্রান্তিক ব্যাংকগুলোর অবদানই বেশি। আর বেসরকারী ব্যাংকগুলোর মুনাফা কমার পেছনে আমানত সঙ্কট ও খেলাপী বেড়ে যাওয়াটাই প্রধান কারণ। সরকারী সোনালী ব্যাংক। ব্যাংকটির ২০১৭ সালের জুন শেষে লোকসানের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২৫৮ কোটি টাকা। অথচ ২০১৮ সালের জুন শেষে লোকসান কাটিয়ে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছ ৩৩২ কোটি টাকা। জনতা, অগ্রণী ব্যাংক ছাড়া মুনাফা বেড়েছে সব সরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের। বেসরকারী মেঘনা ব্যাংকের ২০১৭ সালের জুন শেষে মুনাফা ছিল ৩০ কোটি টাকা। ২০১৮ এর জুন শেষে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকা। শুধু মেঘনা নয়, মুনাফা কমেছে এবি, আল আরাফাহ, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, আইসিবি, মিডল্যান্ড, এনআরবি, ওয়ান, প্রাইম, স্ট্যান্ডার্ড, দি সিটি, ইউসিবি, ইউনিয়ন এবং উত্তরা মোটি ১৬টি বেসরকারী ব্যাংকের। এছাড়াও বিদেশী হাবিব, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মুনাফাও কমেছে। বিশ্লেষকরা মনে করেন তারল্য সঙ্কটের কারণে বছর শেষে মুনাফা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। নির্বাচন পরবর্তী সরকার গঠিত হলে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।
×