ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ৫৬৫ পরিবারে বিদ্যুত

প্রকাশিত: ০৪:৪০, ১৮ অক্টোবর ২০১৮

গলাচিপায় ৫৬৫ পরিবারে বিদ্যুত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বালিরহাওলা ও পানপট্টি ইউনিয়নের রেইনট্রিতলা গ্রামের ৫৬৫ পরিবারে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। বুধবার বিদ্যুত সংযোগ অনুষ্ঠানে রতনদী-তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম সঞ্জিব কুমার ম-ল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো প্রমুখ। চোরকে গণধোলাই সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম, ১৭ অক্টোবর ॥ এক রাতে ৬ ঘরের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ সময় এক চোরকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। বুধবার ভোরে পৌরসভার কধুরখীল ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ আটককৃত চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, চোর সন্দেহে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে। আটককৃত ব্যক্তি চুরির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
×