ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ সিটিতে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ০৪:৫৪, ১৭ অক্টোবর ২০১৮

ময়মনসিংহ সিটিতে প্রশাসক নিয়োগ

অনলাইন রিপোর্টার ॥ নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ পেয়েছেন সদ্য বিলুপ্ত পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক। বুধবার (১৭ অক্টোবর) তাকে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯’ অনুযায়ী এ নিয়োগের মেয়াদ সর্বোচ্চ ১৮০ দিন (ছয় মাস)। এর আগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করে সোমবার গেজেট প্রকাশ করে সরকার। এ ছাড়া ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দেয়। এটা দেশের ১২তম সিটি কর্পোরেশন। ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকা) পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি কর্পোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিধি ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব পাঁচ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন।
×