ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধারাবাহিকতা থাকুক ॥ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি বাদশাহ সালমান

প্রকাশিত: ০৫:৪৭, ১৮ অক্টোবর ২০১৮

ধারাবাহিকতা থাকুক ॥ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি বাদশাহ সালমান

বিডিনিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সৌদি আরবের বাদশাহ সালমান বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজপ্রাসাদে শেখ হাসিনার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, বাদশাহ বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা দরকার। এতে তো বোঝা যায়, তিনি প্রধানমন্ত্রীর ধারাবাহিকতার কথা বলেছেন। এটা হলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে। সৌদি আরবে এ বছর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। গত এপ্রিলে সৌদি আরব, বাংলাদেশসহ ২২ দেশের সামরিক মহড়ার ‘গালফ শিল্ড-১’ সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেও রিয়াদ গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদুল হক বলেন, সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রীর এবারের বৈঠকও ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে’ হয়েছে। সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ মানবিক গুণাবলী নিয়ে বলেছেন, সব মুসলমানের প্রতি তার কর্তব্য রয়েছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনেরও প্রশংসা করেছেন তিনি। পররাষ্ট্র সচিব জানান, বাদশাহ তার প্রাসাদের গাড়ি বারান্দায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘এটা আপনার বাড়ি, আপনি সব সময় এখানে আমন্ত্রিত’। শহীদুল হক বলেন, মধ্যাহ্ন ভোজের সময় বাদশাহ নিজে প্রধানমন্ত্রীকে নিয়ে খাবার ঘরে যান। তিনি সৌদি আরবের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দেখিয়ে সেগুলোর নাম প্রধানমন্ত্রীকে বলেন। বৈঠকে বাদশাহ সালমান অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতার সুযোগগুলো আরও কাজে লাগানোর ওপর জোর দেন বলে জানান পররাষ্ট্র সচিব। পরে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেও সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। খুব ভাল আলোচনা হয়েছে। সৌদি বাদশাহকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশে আসবেন। সৌদি বাদশাহর ভোজে প্রধানমন্ত্রীর জন্য ১৪ রকম খাবার ‍॥ সৌদি বাদশাহর প্রাসাদে মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ১৪ ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষে বাদশাহ নিজে হেঁটে প্রধানমন্ত্রীকে খাবার ঘরে নিয়ে যান। খাবারের মধ্যে ছিল স্যুপ, গরু ও মুরগির মাংস, চিংড়ি, নানা ধরনের মিষ্টান্ন ও ফলের রস। ’১২ সাল থেকে চারবার সৌদি আরব সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘এবারের মতো উষ্ণতা আর আন্তরিকতা আগে কখনও দেখিনি’। বাদশাহ সালমানের আমন্ত্রণে এই সফরে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। যুবরাজের সঙ্গে বৈঠক ॥ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াদের রাজকীয় প্রাসাদে এ বৈঠক হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইসিটি সচিব জুয়েনা আজিজ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি মক্কায় ওমরাহ পালন করবেন। সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।
×