ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯৩ বছরে...

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ অক্টোবর ২০১৮

৯৩ বছরে...

বাল্যকালে নাৎসি বীভৎসতার সাক্ষী ছিলেন তিনি। আউশউইশ নাৎসি ক্যাম্পের সেই বিভীষিকাময় দুঃসময় কাটিয়ে জীবনযুদ্ধে তার জয়ী হওয়াকে সম্মান জানিয়ে টোভা রিঙ্গারকে সম্প্রতি ‘হলোকাস্ট সারভাইভার’এর মুকুট পরিয়েছে ইসরাইল। ৯৩ বছরে সেরা সুন্দরীর মুকুট পেয়ে আপ্লুত টোভা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সম্মান তার কাছে সব সময় বিশেষ হয়ে থাকবে। ইসরাইল যে তাদের মতো মানুষদের নতুন করে বাঁচতে দিয়েছে সে কথাও জানাতে ভোলেননি আউশউইশ ক্যাম্পে চোখের সামনে নিজের চার বোন এবং দাদিকে হারানো টোভা। নাৎসি হলোকাস্ট ক্যাম্প বেঁচে ফেরা নারীদের নিয়ে রবিবার হাইফা শহরে বার্ষিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সবাই হলোকাস্ট ক্যাম্পে বাল্যকালে কোন না কোনভাবে নাৎসি বীভৎসতার শিকার হয়েছিলেন। সেরা সুন্দরী টোভা পেশায় প্রাক্তন গয়না প্রস্তুতকারী। এছাড়া প্রতিযোগী হিসেবে ছিলেন এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এক প্রযুক্তিবিদ, দুজন সাহিত্যিক এবং এক শিক্ষিকা। ৭৪ বছরের ওই শিক্ষিকাই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ। তিনি এখনও শিক্ষকতা করেন। রোমানিয়ার নাৎসি ক্যাম্পে শিশু বয়সে যে বীভৎসতার সম্মুখীন হয়েছিলেন ওই শিক্ষিকা সেজন্য এখনও নিউমোনিয়ায় ভুগছেন। এ দিনের অনুষ্ঠানের দর্শকরাও ছিলেন নাৎসি ক্যাম্পে মৃতদের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব। অনুষ্ঠানে ছিলেন এক জার্মান দর্শকও, যার দেশের প্রাক্তন শাসক হিটলারের নির্দেশেই কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা গিয়েছিলেন কয়েক হাজার ইহুদী। জ্যান ফিশার নামে ৫৩ বছরের ওই প্রৌঢ় অবশ্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করে আশা প্রকাশ করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কনসেন্ট্রেশন ক্যাম্পে গণহত্যার মতো ঘটনা ফের পৃথিবীতে না ঘটাই বাঞ্ছনীয়। -সিবিসি
×