ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

শিশু শিল্পীদের প্রদর্শনী ‘ডাক টিকিটে আমার দেশ’

প্রকাশিত: ০৬:০২, ১৮ অক্টোবর ২০১৮

শিশু শিল্পীদের প্রদর্শনী ‘ডাক টিকিটে আমার দেশ’

স্টাফ রিপোর্টার ॥ এক সময় শিশুদের স্ট্যাম্প সংগ্রহের প্রতি ছিল দারুণ ঝোঁক। ডাকটিকেটের মাধ্যমে জানা হতো দেশের নাম। স্ট্যাম্পের ওপরে থাকা ছবিগুলোর সাহায্যে দেশটির নানা বিষয়ের ধারণা পাওয়া যেত। স্ট্যাম্প সংগ্রহের সেই প্রচলনটি বর্তমানে কমে গেলেও ডাকটিকেটের প্রতি আগ্রহটা একেবারে হারিয়ে যায়নি। সেই সুবাদে বাংলাদেশের স্ট্যাম্পের ওপর ভেসে থাকা বিষয় থেকে ভাবনাতাড়িত হয়ে ছবি এঁকেছে খুদে চিত্রকররা। সোনামণিদের ক্যানভাসে উঠে এসেছে স্বদেশের বিবিধ বিষয়। সেসব ছবি নিয়ে চলছে যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার গ্যালারি জুমে মুনসেজ আর্ট একাডেমি আয়োজিত প্রদর্শনীটির শিরোনাম ‘ডাকটিকিটে আমার দেশ’। গ্যালারি দেয়ালজুড়ে সজ্জিত হয়েছে ডাকটিকেটের আদলে গড়া ক্যানভাসগুলো। সেসব চিত্রপটে উদ্ভাসিত হয়েছে এই বাংলার চিরচেনা রূপ। দুই পাশে বিস্তৃত ভূমি চিরে মাঝ বরাবর বয়ে গেছে বহতা নদী। সেই নদীর ঘাটে ভিড়ে আছে মাঝির নৌকাখানি। আবহমান গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিময় এমন চিত্রপটটি দারুণ নজর কাড়ে। ডাকটিকেটসদৃশ ক্যানভাসে উঠে এসেছে বাঙালীর উৎসব পয়লা বৈশাখ। লালপাড়ের সাদা শাড়ি পরিহিত পল্লীবধূ আল্পনার আশ্রয়ে সাজিয়ে তুলছে আপন উঠান। রিক্সাচিত্রের অনুসরণে আঁকা ছবিতে নায়িকার মুখচ্ছবির সমান্তরালে উঠে এসেছে ফুল, পাখি ও লতাপাতা। খুদে শিল্পীদের চিত্রপটে সহজাতভাবেই যেন উদ্ভাসিত হয়েছে মুক্তিযুদ্ধের দৃশ্যপট। বাদ যায়নি খেলাধুলার দৃশ্যকল্প মেলে ধরা ছবি চিত্রকর্মও। সব মিলিয়ে ডাকটিকেটের ভাবনাতাড়িত ক্যানভাসগুলো পরিণত হয়েছে বাংলাদেশের নিশ্চুপ কণ্ঠস্বরে। বাংলাদেশ তার প্রথম ডাকটিকেটের প্রকাশ করে মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২৯ জুলাই, যা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির পরিচায়ক। সেদিন থেকে বর্তমান পর্যন্ত শিল্পগুণাঙ্কিত স্মারক-ডাকটিকেট কিংবা সৌন্দর্যম-িত ও ঐতিহাসিক প্রথম কাভার, বাংলাদেশের ডাকটিকেট দেখেছে তার স্বর্ণযুগ। ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগ ৭৩২টি ডাকটিকেট ও ২৮টি স্মারকপত্র প্রকাশ করেছে। এটি মুনসেজ আর্ট একাডেমির শিশুদের ডাকটিকেটের ওপর চিত্রাঙ্কনের পেছনে প্রধানতম উদ্দীপনা হিসেবে কাজ করেছে। ডাকটিকেট দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকেই যেন নতুনতর আঙ্গিকে অনুধাবণের মাধ্যমে শিশুরা রাঙিয়েছে তাদের চিত্রপট। গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া প্রদর্শনীটির শেষদিন আজ বৃহস্পতিবার। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ‘শেখ রাসেল আমাদের ভালবাসা’ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেলে ‘শেখ রাসেল আমাদের ভালবাসা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির পরিচালক আনজীর লিটন। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে থাকবে শেখ রাসেলকে নিয়ে আলোচনা পর্ব, গল্প বলা, আবৃত্তি, গান ও ছড়া নাটিকা। এছাড়া শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
×