ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাক্তন-এর হিন্দী রিমেক জালেবি

প্রকাশিত: ০৬:৫১, ১৮ অক্টোবর ২০১৮

প্রাক্তন-এর হিন্দী রিমেক জালেবি

বলিউডে এখন ভারতের বিভিন্ন আঞ্চলিক সিনেমার রিমেক করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তামিল, তেলেগু, মালায়লাম, কানাডা, মারাঠি, গুজরাটি ভাষায় নির্মিত সিনেমার পাশাপাশি কলকাতার বাংলা সিনেমার হিন্দী সংস্করণ তৈরি হচ্ছে আরও অনেক আগে থেকেই। যার মধ্যে অনেকগুলো নতুন করে বেশ সাড়া জাগাচ্ছে। আবার কিছু সিনেমা দর্শকদের তেমন চমকিত করছেন। কিন্তু এর পরও বলিউডে বিভিন্ন আঞ্চলিক সিনেমার রিমেক হচ্ছে। এক সময় কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখার্জির বাংলা সিনেমা ‘প্রাক্তন’ ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছিল। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা- এ ছবির প্রধান দুটি চরিত্রে রূপদান করেছিলেন। সম্পর্ক ভেঙ্গে যাওয়ার অনেক দিন পর আবার একই ট্রেনের কম্পার্টমেন্টে হঠাৎ দেখা হওয়া এক জোড়া প্রাক্তন স্বামী-স্ত্রীর স্মৃতিচারণ, নতুন সময়ের উপলব্ধি, ভাবাবেগ ইত্যাদি চমৎকারভাবে উঠে এসেছিল টালিউডের ছবিটিতে। ২০১৬ সালের বাংলা সিনেমা ‘প্রাক্তন’ বলিউডেও বেশ আলোড়ন তুলেছিল। যার জের হিসেবে একই গল্প নিয়ে হিন্দীতে নির্মিত হয়েছে ‘জালেবি’ ছবিটি। বলিউডের বিখ্যাত চিত্রনির্মাতা মহেশ ভাটের তত্ত্বাবধানে তার নিজস্ব প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘জালেবি’ ছবিটি। পুষ্পদ্বীপ ভারদ্বাজ ছবিটি পরিচালনা করেছেন। ভালবাসার আবেদন কখনও হারিয়ে যায় না, প্রকৃত প্রেমের আবেগ সারা জীবনই মানুষকে তাড়িত করে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়- তেমন বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘জালেবি’ ছবিতে। এ ছবিতে নায়িকা চরিত্রের নাম আয়শা। ‘প্রাক্তন’-এ নায়িকা ছিলেন ঋতুুুপর্ণা, সেখানে তার অভিনীত চরিত্রের নাম ছিল সুদীপা। ‘জালেবি’ ছবিতে নায়িকা আয়শা চরিত্রে রূপদান করেছেন রিয়া চক্রবর্তী। ২৬-এ পা রাখা সুন্দরী বাঙালী এই তরুণী বলিউডে একেবারে নতুন নন। ২০১৩ সালেই বলিউডে তার অভিষেক হয়েছিল ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবির মাধ্যমে। কম বাজেটের ছবিটি তেমন সাড়া জাগাতে পারেনি। ফলে বেশিরভাগ দর্শকের চোখের আড়ালে থেকে যান রিয়া। পরের বছর ২০১৪ সালে তাকে আবার দেখা যায় আরেকটি কম বাজেটের হিন্দী সিনেমা ‘সোনালী ক্যাবল’-এ। এরপর ‘ব্যাংক চোর’ এবং ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে অভিনয় করেছেন ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ওই দুটি ছবি ছাড়া আরেকটি বলিউডি সিনেমা ‘দোবারা সিইয়্যুর ইভিল’-এ তাকে দেখা গেছে। দক্ষিণী সিনেমায়ও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে রিয়ার। ২০১২ সালে তেলেগু সিনেমা ‘তুনিঙ্গা’তে অভিনয় করেছেন এই তন্বী অভিনেত্রী। পাঁচ-ছয়টি সিনেমায় অভিনয় করেও রিয়া চক্রবর্তী অনেকটা অচেনা বলা যায়। ‘ফ্রেশ ফেস’ হিসেবে বিবেচিত হচ্ছেন বলিউডের দর্শকদের কাছে। তার সাম্প্রতিক ছবি ‘জালেবি’র সুবাদে ইদানীং বেশ আলোচনায় রয়েছেন উদ্ভিন্ন যৌবনা সুন্দরী আবেদনময় এই অভিনেত্রী। এর প্রধান কারণ, রিয়া অভিনীত মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমাটি নির্মাণের পেছনে রয়েছে বলিউডের বিখ্যাত একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্ম। এই ব্যানারের সিনেমায় অভিনয় করে বলিউডে বিখ্যাত হয়েছেন ব্যাপক আলোড়ন তুলেছেন অনেক নতুন অভিনেত্রী। বিশেষ ফিল্মসের সিনেমায় নতুন সিনেমায় নায়িকা হওয়ার পর থেকে রিয়া অনেকের মনোযোগ আকর্ষণ করেছেন আলাদাভাবে। একটি দর্শকনন্দিত বাংলা সিনেমার হিন্দী রিমেক-এ প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ লাভ রিয়া চক্রবর্তীর জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে এসেছে। বাংলা সিনেমা ‘প্রাক্তন’-এ যে চরিত্রটি রূপায়ণ করেছেন ঋুুতুপর্ণা সেনগুপ্তের মতো একজন বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী হিন্দী ভার্সন জালেবিতে একই চরিত্র রূপায়ণ করতে গিয়ে রিয়াকে এক ধরনের চাপ অনুভব করতে হয়েছে। বাঙালী মেয়ে হওয়ায় বাংলা সিনেমা ‘প্রাক্তন’-এর হিন্দী ভার্সন-এ কাজ করতে গিয়ে আমি এক ধরনের দায়বদ্ধতার মধ্যে ছিলাম। আমার অভিনীত আয়শা চরিত্রটি যথাযথভাবে রূপায়ণে আমি মনোযোগী ছিলাম। ‘প্রাক্তন’-এর গল্পের পটভূমি ছিল বাঙালী আবহের ‘জালেবি’তে সেটা বদলে গেছে, আমি নতুন পটভূমিতে সাজানো গল্পে আয়শা চরিত্রটি রূপায়ণে সিরিয়াসলি কাজ করেছি। আশা করি দর্শক এ ছবিতে আমাকে নতুন করে চিনবেন,’ রিয়া সাম্প্রতিক এক সাক্ষাতকারে কথাগুলো বলেন। ‘জালেবি’ ছবিটি মুক্তির আগে এ ছবির প্রযোজক বলিউডের প্রবীণ চিত্রনির্মাতা মহেশ ভাটের সঙ্গে রিয়ার কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াসহ রিয়ার কিছু একান্ত অনুভূতি প্রকাশ সবার মাঝে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মহেশ ভাটের অল্প বয়সী নতুন প্রেমিকা হিসেবে রিয়াকে চিহ্নিত করতে চেয়েছেন কেউ কেউ। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন রিয়া। তিনি বলেন, ‘মহেশ ভাট আমার বাবার বয়সী একজন মানুষ, তিনি আমাকে অনেক স্নেহ করেন, বলিউডে আমার সঠিক পথ চলার ক্ষেত্রে অনেক পরামর্শ, উপদেশ দিয়েছেন। তার সঙ্গে একান্ত ঘনিষ্ঠ ছবিগুলো দেখে যারা ভিন্ন কিছু ছড়াতে চেয়েছেন, আমার আর মহেশ ভাটের মধ্যকার সম্পর্ক নিয়ে আজেবাজে মন্তব্য করেছেন তাদের করুণা করা ছাড়া আর কিছুই করার নেই আমার। ‘জালেবি’ ছবির মাধ্যমে বলিউডে রিয়ার পরিচিতি আগের চেয়ে আরও বিস্তৃত হবে ধারণা করছেন অনেকেই। বাঙালী পরিবারে জন্ম হলেও তার বেড়ে ওঠা পুনে শহরে। এখানে ভিজে হিসেবে তার ক্যারিয়ার শুরু। এমটিভির টিভিএস স্কটি টিন ডিভা প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন রিয়া। এমটিভির বেশকিছু জনপ্রিয় শো উপস্থাপনার সুবাদে ছোট পর্দায় মোটামুটি ভাল পরিচিতি অর্জন করেছিলেন রিয়া চক্রবর্তী। এখন বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার নতুন যুদ্ধে অবতীর্ণ এক সময়ের টিভি ভিজে এই সুদর্শনা তরুণী ধীর পায়ে হলেও এগোচ্ছেন বলা যায়।
×