ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৫ বছর পূর্তি

প্রকাশিত: ০৬:৫২, ১৮ অক্টোবর ২০১৮

২৫ বছর পূর্তি

বাংলা চলচ্চিত্রের এক আলোচিত মুখ শাবনূর। নব্বইয়ের দশকে ‘চাঁদনী রাতে’ ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। প্রয়াত চলচ্চিত্র পরিচালক এহতেশামের চাঁদনী রাতে ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালের ১৫ অক্টোবর। তবে সে ছবিটি ব্যবসা সফল না হলেও অভিনয়ের মাধ্যমে ভক্তদের নজরে আসতে থাকেন তিনি। এরপর অবশ্য ‘তুমি আমার’ ছবিটি দিয়ে বেশ আলোচিত হয়ে উঠেন তিনি। ছবিটি ব্যবসা সফল হলে সালমান শাহ ও শাবনূরের জুটি আলোচনার কেন্দ্র বিন্দু হয়। এরপর ব্যবসা সফল বেশ কিছু ছবিও উপহার দেন তিনি। তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবে, জীবন সংসার, আনন্দ অশ্রুসহ বেশ কিছু জনপ্রিয় ছবি ভক্তদের উপহার দিয়ে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। ১৯৯৩ সাল থেকে টানা প্রায় ১৫ বছর তিনি বাংলা চলচ্চিত্রে রাজত্ব করেন। ২০০৫ সালে দুই নয়নের আলো ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বর্তমানে চলচ্চিত্রে তাকে তেমন একটা না দেখা গেলে ও চলচ্চিত্র ক্যারিয়ারে তাঁর ২৫ বছর পূর্ণ হলো গত ১৫ অক্টোবর।
×