ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্প্রতি শোবিজ অঙ্গনের আলোচিত সব বিষয় নিয়ে লিখেছেন- রিফাত কান্তি সেন

আলোচিত খবর

প্রকাশিত: ০৬:৫২, ১৮ অক্টোবর ২০১৮

আলোচিত খবর

এবার হেনস্তার অভিযোগ আনলেন সাইফ! না কোন কোন যৌন হেনস্তা নয়, ২৫ বছর আগে কেরিয়ারে হেনস্তার মুখে পড়তে হয়েছিল সাইফ আলী খানকে। তিনি বলেন, ‘যেভাবে আমাকে হেনস্তা করা হয়েছিল সেটি মনে হলে এখনও রাগ হয়।’ সংবাদ সংস্থা পিটিআইকে দ্ওেয়া এক সাক্ষাতকারে সাইফ আলী খান বলেন, যখন যে ব্যক্তিকে হেনস্তা করা হয় অপমান করা হয়, সেই কষ্ট শুধু তিনিই অনুভব করতে পারেন।’ অন্য কারও পক্ষে তা অনুভব করা সম্ভব না। তবে তিনি মনে করেন, কেউ যদি কারও বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন, তাহলে এখন এ ব্যাপারে নজর দেয়া দরকার। এড়িয়ে গেলে চলবে না। আর যৌন হেনস্তা তো আরও গুরুতর ব্যাপার। মিটু প্রচারণাকে সমর্থন জানিয়েছেন তিনি। ধর্ষণ নয়, যা হয় ইচ্ছেতেই! ইদানীং বলিউড ইন্ডাস্ট্রিতে ধর্ষণ নিয়ে ব্যাপক ঝড় উঠেছে। বলিউডপাড়ায় তুমুল বিতর্ক যাচ্ছে মিটু নিয়ে। তবে এবার রীতিমতো বোমা ফাটালেন মুম্বাইয়ের টিভি তারকা শিল্পা শিন্ডে। তিনি মন্তব্য করেন, মিটু নিয়ে বেশ বাড়াবাড়ি হচ্ছে। ইন্ডাস্ট্রিতে কোন ধর্ষণের ঘটনা ঘটে না, যা হয় দু’পক্ষের সম্মতিতেই হয়। মিটু প্রসঙ্গে শিল্পা বলেন, ‘এই সুযোগে অনেকেই ইন্ডাস্ট্রির বদনাম করছেন। ইন্ডাস্ট্রির পরিবেশ খুব ভাল যে তাও নয়। আবার তেমন খারাপ এমনটাও নয়। ইন্ডাস্ট্রিতে কাজ করতে এলে পরিস্থিতি খারাপ হবে না ভাল হবে সবটাই নির্ভর করে নিজের ওপর। এজন্য অন্যেকে দোষ দিয়ে লাভ কী? এ টিভি তারকার মতে, যখন যৌন হেনস্তার শিকার হয়েছেন তখন কোন প্রতিবাদ কেন করলেন না? এখন কেন মুখ খুলছেন। তখন মুখ খুললেন না কেন? ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে এখন আপনাদের কারণে।’ জবাব দিলেন জন ট্রাভোল্টা জন ট্রাভোল্টা সমকামী গুজব এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা নিয়ে কথা বলেছেন। ডেইলি বিস্ট সম্প্রতি ট্রাভোল্টার সঙ্গে ২০১২- এর দশকে ট্রাভোল্টা এর আল্টো বিমান সংস্থার জন্য কাজ করা একজন পাইলট ডগলাস গোটারবার্বার দায়ের করা মামলা সম্পর্কে কথা বলেছিলেন। ট্র্যাভোল্টাকে যৌনতার অভিযোগে অভিযুক্ত করার পর তিনি “জাতীয় জীবনে এবং তার সাথে জড়িত ব্যক্তিদের গল্প” বলতে চেয়েছিলেন। ট্রাভোল্টা বলেন, “এটি প্রত্যেক সেলিব্রেটিদের অ্যাকিলিস হিল। এটি কেবল অর্থ আয়ের হাতিয়ার।” ট্রাভোল্টার যৌনতার বিষয়ে গুজব বেশ কয়েক বছর ধরে চলছে। তবে তিনি মিথ্যে বলে উড়িয়ে দিলেন এবং বলেন আমি এগুলো পাত্তা দিইনা।
×