ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর-৪ ॥ উন্নয়নের বার্তা নিয়ে প্রচারে লাইলী

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ অক্টোবর ২০১৮

লক্ষ্মীপুর-৪ ॥ উন্নয়নের বার্তা নিয়ে প্রচারে লাইলী

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ অক্টোবর ॥ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় এলাকা ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচিত সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকা- সংবলিত লিফলেট সাধারণ ভোটারদের মাঝে বিতরণ করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার পক্ষে তিনি তার শুভেচ্ছা ও ছালাম জনগণের কাছে পৌঁছে দেন। তিনি সাধারণ মানুষকে সারাদেশের মতো এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, এ সরকারের আমলে রামগতি ও কমলনগরে মেঘনার ভাঙ্গন রোধ, রাস্তাঘাট, পুল কালভাট, স্কুল, মাদ্রাসা, কলেজ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন অবকাঠামো যে পরিমাণ উন্নয়ন করা হয়েছে তা বিগত দিনে কোন সরকারের আমলেই হয়নি। তিনি আরও বলেন, নেত্রী যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তবে নিশ্চিতভাবে আসনটি নেত্রীকে উপহার দিতে পারব বলে শতভাগ আশাবাদী। এতে সারাদেশের মতো এ এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি কমলনগর উপজেলার হাজির হাট পূজাম-প পরিদর্শনকালে গণসংযোগের অংশ হিসেবে এক জনসমাবেশে এ সব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমান, কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টার, রামগতি পৌর সভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী আজাদ, আওয়ামী লীগ নেতা কাউছার আহম্মদ, রোফেনা আক্তার, সাবিহা সুলতানা বীণা প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। এর আগে ভবানীগঞ্জ চরউভুতি থেকে মোটর শোভাযাত্রাসহকারে দলীয় নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা দিয়ে সংসদীয় এলাকায় নিয়ে আসেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেত্রী যদি তাকে মনোনয়ন নাও দেন। তারপরও নেত্রী যাকে মনোনয়ন দেবেন। তিনি তার হয়ে নৌকার পক্ষে কাজ করে যাবেন বলে তার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত এ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকা-ের কথা ভোটারদের কাছে তুলে ধরছেন। সুবিধা বঞ্চিত মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, রামগতি ও কমলনগরের মানুষ আগে উন্নয়ন বঞ্চিত ছিল। আওয়ামী লীগ সরকারই এ জনপদে ব্যাপক উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি সব সময় তাদের বিপদে-আপদে পাশে ছিলাম, আছি, থাকব। শুধু শেখ হাসিনাই দেশে পরিকল্পিত উন্নয়ন করতে পারেন, তিনি বিশ্ববাসীকে তাক লাগিয়ে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন। আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে। সে লক্ষ্যে দলের জন্য কাজ করে যাচ্ছি। স্বাধীনতার পর একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই রামগতিতে মেঘনার ভাঙ্গন রোধ ও যোগাযোগ ব্যবস্থাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে বলে আওয়ামী লীগ এ নেত্রী জানান। স্বাধীনতার পর নদী ভাঙ্গন রোধে এত বৃহৎ প্রকল্প আর কখনও কোন সরকারই নেয়নি। নদী ভাঙ্গন ছিল রামগতিতে আতঙ্ক। বর্তমানে আলেকজান্ডারসহ রামগতির দক্ষিণে নদী ভাঙ্গন অনেকটা রোধ হয়েছে। এতে মানুষ নতুন নতুন ঘরবাড়ি তৈরি করে নতুন করে স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ সরকার দুশ কোটি টাকা বরাদ্দ দেয়ার পর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ফলে বর্তমানে রামগতিবাসী নদী ভাঙ্গার কবল থেকে স্বস্তির নিঃশ^াস ফেলছে। সেখানে আরও নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একমাত্র জননেত্রী শেখ হাসিনার অবদানের কারণে সেটি সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে পর্যায়ক্রমে বাকি অসমাপ্ত কাজগুলো শেষ করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন বিশে^র কাছে রোল মডেল। বিশ^ নেতৃবৃন্দ উন্নয়নের রোল মডেল হিসেবে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণরণ করছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।
×