ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই সময়ে শিল্পী আসমা মোরশেদ

প্রকাশিত: ০৭:২২, ১৮ অক্টোবর ২০১৮

এই সময়ে শিল্পী আসমা মোরশেদ

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম প্রতিভাময়ী সঙ্গীতশিল্পী আসমা মোরশেদ। গানের সঙ্গে তার পথচলা দীর্ঘদিনের। স্কুল জীবনেই গান গাওয়া শুরু। সেই থেকে স্টেজ শোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান করে চলেছেন। নিয়মিত সঙ্গীত চর্চার ধারাবাহিকতায় ২০১৫ সালে বাংলাদেশ টেলিভিশন ও ২০১৭ সাল থেকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হোন। প্রতি মাসে টেলিভিশনে নতুন নতুন গান পরিবেশন করেন। বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ‘সুরের খেয়া’ ও ‘সঙ্গীতা’ অনুষ্ঠানে নিয়মিত গান করেন আসমা মোরশেদ। তাছাড়া নিজের প্রথম একক এ্যালবামের কাজ শুরু করেছেন। এরই মধ্যে আলী হোসেন, সাইফুদ্দিন মাহমুদ খান ও রফিকুল আজিজ টিটুর সুর সঙ্গীতে গানে কণ্ঠ দিয়েছেন আসমা মোরশেদ। এই বছরের শেষের দিকে প্রথম একক এ্যালবামটি বড় একটি অডিও কোম্পানি থেকে প্রকাশ করবেন বলে জানা যায়। আসমা মোরশেদ বলেন, আমি গানটাকে ভালবাসার জায়গায় রেখেছি। তাই গান আমার পেশা নয়। নেশা থেকে ভালবাসার জায়গায় রেখেছি গানকে। আমার মনের ভেতরে খুব যতেœ লালন করি গান ও সুর। কারণ গান যে কোন সময়ে মন-প্রাণকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলে। এজন্য এখনও প্রতিদিন সময় করে রেওয়াজ করেন তিনি। সকাল টাইমটা রেওয়াজের জন্য বেছে নেন। মূলত আধুনিক ও লোকগীতি করেন তিনি। রবীন্দ্রসঙ্গীতে বছরব্যাপী কোর্স কমপ্লিট করেছেন ছায়ানট থেকে। বিজন মিস্ত্রির কাছেও কিছুদিন শিখেছেন। তবে গানের জগতে প্রথম হাতেখড়ি হয়েছিল নুরুল ইসলাম মুফতি, তারপর আনোয়ার মুফতি ও ইমদাদুল হকের কাছে। ১২ বছর বয়স থেকে গানে হাতেখড়ি হয়েছে আসমা মোরশেদের। আগামীর সময়টা ভাল কিছু মৌলিক গান উপহার দেবেন বলে জানান। আসছে ১৩ নবেম্বর তার জন্মদিন। এদিন পারিবারিকভাবে পালন করবেন। তবে তিন বোন তিন জায়গায় থাকেন বলে মিস করেন বিশেষ দিনটি। আসমা মোরশেদের বাকি দুই বোন আলেয়া আরিফ ও শায়লা বেগম কণ্ঠশিল্পী। সব মিলিয়ে তিন বোনই কণ্ঠশিল্পী। তবে সংসার ও গানের ব্যস্ততার কারণে সবাই দূরে দূরে থাকেন। বছরে দুয়েকবার দেখা হলেই জম্পেশ আড্ডা, গল্প ও গানে মেতে ওঠেন সবাই। এভাবেই গান ও নানা গল্পের কথা জানিয়েছেন আসমা মোরশেদ। তবে আগামী বছরে অডিও-ভিডিও গানের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করবেন। আর নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলে গান করবেন বলে জানান আসমা মোরশেদ।
×