ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূজার বিশেষ তথ্যচিত্র ‘আনন্দময়ীর আগমন’

প্রকাশিত: ০৭:২৪, ১৮ অক্টোবর ২০১৮

পূজার বিশেষ তথ্যচিত্র ‘আনন্দময়ীর আগমন’

সংস্কৃতি ডেস্ক ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এটিএন বাংলায় আজ বৃহস্পতিবার সকাল ৯টায় প্রচার হবে তথ্যচিত্র ‘আনন্দময়ীর আগমন’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। ১০ বাহু দেবী দুর্গার বিশেষণ, দুর্গার অপর রূপ কালীর বিশেষণ এবং মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পূজার বিভিন্ন আচার অনুষ্ঠান তুলে ধরা হবে ‘আনন্দময়ীর আগমন’ অনুষ্ঠানের মাধ্যমে। শ্রী শ্রী চ-ী গ্রন্থে বর্ণিত দেবী দুর্গার কাহিনীগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় মহিষাসুর বধের কাহিনী। দেববিদ্বেষী মহিষাসুর বধে দেবগণের মহাত্যাজ পুঞ্জীভূত হয়ে নারীমূর্তি ধারণ করে। এক এক দেবের প্রভাবে উৎপন্ন হয় দেবীর বিভিন্ন অঙ্গ। প্রত্যেক দেবতা তাদের অস্ত্র দেবীকে দান করেন। হিমালয় দেবীকে তার বাহন সিংহ দান করেন। মহালক্ষ্মী দেবী মহিষাসুর বধ করলেন। যার নাম মা দুর্গা। তার জন্যেই দেবতারা ফিরে পেলেন স্বর্গের অধিকার, যা অনুষ্ঠানে উঠে আসবে। মহিষাবধে দেবগণের মহাত্যাজে দেবী উৎপন্নের ব্যাখ্যা দিবেন বিশেজ্ঞরা। দেবীর আরেকটি রূপ কালী, সেই সময়ে দেবীর কালী রূপ ধারণের ব্যাখ্যা শোনা হবে প-িতজনদের কাছ থেকে। শারদীয় পূজার মহালয়া থেকে দশমীর সকল পূজা। দেবী বির্সজনের মাধ্যমে শেষ হবে তথ্যচিত্র ‘আনন্দময়ীর আগমন’।
×