ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন চলচ্চিত্রে নিকুল কুমার মণ্ডল

প্রকাশিত: ০৭:২৫, ১৮ অক্টোবর ২০১৮

তিন চলচ্চিত্রে নিকুল কুমার মণ্ডল

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় অভিনয়শিল্পী নিকুল কুমার মণ্ডল। একাধিক ধারাবাহিক নাটকের পাশাপাশি অসংখ্য খ- নাটকে অভিনয় করে একজন জাত অভিনয়শিল্পী ইতোমধ্যে মিডিয়াতে বিশেষ পরিচিতি পেয়েছেন। নিত্যনতুন নাটক ও টেলিফিল্মে অভিনয় করে নিজেকে ঋদ্ধ করছেন এই অভিনেতা। দীপংকর দীপন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’-এ অভিনয় করেছেন নিকুল। তবে নতুন খবর হলো তিনটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নিকুল। চলচ্চিত্রগুলো হলো তামজীদ রহমানের ‘নন্দিনী’, গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ এবং জুয়েল মাহমুদের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। এর মধ্যে অচিরেই ‘নন্দিনী’ চলচ্চিত্রটির শূটিংয়ে অংশ নেবেন তিনি। নিকুল কুমার ম-ল জানান, ঔপন্যাসিক পরিতোষ বাড়ৈর উপন্যাস নরক নন্দিনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’। তামজীদ রহমানের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল। এই চলচ্চিত্রের প্রথম ধাপের ১০ দিনের শূটিং শেষ হয়েছে। আগামী মাসে দ্বিতীয় ধাপের শূটিং হওয়ার কথা রয়েছে। ‘নন্দিনী’ চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করবেন নিকুল কুমার ম-ল। পাশাপাশি এই চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নাজিরা মৌ, ফজলুর রহমান বাবু, অবদুল্লাহ রানা, সেলিম আহমেদ, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গহর, জয়শ্রী কর জয়া, ইকবাল হোসেনসহ আরও অনেকে। নিকুল কুমার ম-ল বলেন ‘নন্দিনী’ চলচ্চিত্রের গল্পের অন্যতম এক চরিত্র নসু। সাধারণের থেকে আলাদা এই চরিত্রটি করতে পরিচালক অনেকটাই ভরসা রেখেছেন তার ওপর। আর চরিত্রটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অনেক দিন ধরে নিজেকে তৈরি করছেন এই অভিনয় শিল্পী। তিনি জানান, এমন চরিত্রের জন্য মাসের পর মাস আমরা অপেক্ষায় থাকি। অভিনয় শিল্পীদের কাজই হলো অভিনয় করা কিন্তু এমন চরিত্র কিংবা পারিপার্শ্বিকতা মিলিয়ে ভাল কাজ হয়ে ওঠে না। এখানে নির্মাতা যেমন ভরসা রেখেছেন, চেষ্টা করব শতভাগ তার যথাযথ মূল্যায়ন করার। আশা করি নসু দর্শকের মনে জায়গা করে নেবে। তিনি ‘নন্দিনী’ চলচ্চিত্রের পরিচালক সোয়াইবুর রহমান রাসেলসহ এই চলচ্চিত্রের সকল কুশীলবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছোট পর্দার মতো বড় পর্দাতেও সাফল্য পাবেন নিকুল কুমার ম-ল। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×