ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উত্তরখানে অগ্নিদগ্ধ আরেক জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩০, ১৮ অক্টোবর ২০১৮

উত্তরখানে অগ্নিদগ্ধ আরেক জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় গ্যাস লাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আফরোজা আক্তার পূর্ণিমার (৩০)। আর বুধবার দুপুরে মারা যান ডাবলু (৬৫)। এর আগে মারা যান সুফিয়া বেগম (৫০), আজিজুল ইসলাম (৩০) ও মুসলিমা (১৬)। গত ১৩ অক্টোবর শনিবার ভোরে ব্যাপারীপাড়ার ১১০/এ-১ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। আগুন দ্রæত তিন তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়। দগ্ধ অপর দুজন ঊর্মি (৯৮ শতাংশ দগ্ধ) ও সাগরের (৬৩ শতাংশ দগ্ধ) অবস্থাও আশঙ্কাজনক বলে বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও দগ্ধদের ১০ হাজার টাকা করে দিয়েছেন ঢাকার ডিসি আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
×