ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদ জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না ॥ আইজিপি

প্রকাশিত: ০৮:৩৪, ১৮ অক্টোবর ২০১৮

জঙ্গীবাদ জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গীবাদ কোন প্রভাব ফেলতে পারবে না। যে কোন আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়ে থাকে। নির্বাচনসহ যে কোন বড় অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। বুধবার রাত সাড়ে আটটায় আমলাপাড় ও রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি পূজামÐপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইজিপি এসব কথা বলেন। আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশের প্রতিটি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশ পূজা উদ্যাপন হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে। পুরো পূজাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিত কঠোর নজরদারি থাকবে। পূজার দুইদিন অতিবাহিত হয়েছে। কোথাও কোন জঙ্গী বা বড় ধরনের নাশকতা ঘটেনি। এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক ও পূজা কমিটির নেতা প্রবীর সাহা এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন।
×