ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে রোহিঙ্গার হাতে স্কুল দফতরী খুন

প্রকাশিত: ২১:২০, ১৮ অক্টোবর ২০১৮

কক্সবাজারে রোহিঙ্গার হাতে স্কুল দফতরী খুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হোয়াইক্যংয়ে ৪দিন ধরে নিখোঁজ থাকার পর নাফনদী হতে স্কুল দফতরীর বস্তাবন্দি জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। মর্গে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পুলিশ উনচিপ্রাং খাল থেকে আইওএম লোগো লাগানো বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। দৈংগ্যাকাটার জাফর আলমের পুত্র নিহত আব্দুর রশিদ (৪০) টেকনাফের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া-স্কুলের দফতরী। স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবি, গত ১৪ অক্টোবর রাত হতে আব্দুর রশিদ নিখোঁজ হয়। অপর একটি সূত্রের দাবি,আব্দুর রশিদ সহজ-সরল ও বিশ্বস্ত থাকার কারণে অনেক রোহিঙ্গা টাকা-পয়সা আমানত রেখেছিল তার কাছে। এসব বিষয় নিয়ে সে খুন হয় বলে ধারণা করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী বলেন, স্টাফ হিসেবে সে খুব ভাল ছিল। তার এ ধরনের নির্মম মৃত্যু খুবই দু:খজনক। টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, রশিদ নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশী চালায় কিন্তু মুঠোফোন বন্ধ থাকার কারণে কিছুই করা সম্ভব হয়নি। স্থানীয়রা বলেন, একজন নিরীহ সহজ-সরল লোকের নৃশংস মৃত্যু সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
×