ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেধাবী ছাত্রের পাশে রেঞ্জ ডিআইজি ॥ নির্যাতিত শিশুর পাশে পুলিশ কমিশনার

প্রকাশিত: ২২:০৩, ১৮ অক্টোবর ২০১৮

মেধাবী ছাত্রের পাশে রেঞ্জ ডিআইজি ॥ নির্যাতিত শিশুর পাশে পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “পুলিশ জনগনের বন্ধু” এ কথার বাস্তব রূপ দিয়েছেন বরিশালের দুই পুলিশ কর্মকর্তা। এরমধ্যে একজন বরিশালের রেঞ্জ ডিআইজি অপরজন হলেন পুলিশ কমিশনার। দুটি ঘটনাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। সূত্রমতে, জেলার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের রিকসা চালক সেলিম হোসেনের পুত্র মোঃ সাগর হোসেন চলতি বছর অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরিক্ষায় কৃতকার্য হয়েছেন। তার মেধাক্রম ১০০৮। সাগরদের অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম পিতা সেলিম হোসেন একজন সামান্য রিকসা চালক হওয়ায় মেডিকেলে চান্স পেয়েও অর্থাভাবে সাগরের ভর্তি অনিশ্চিত হয়ে পরেছিলো। খবর পেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম খবর পাঠিয়ে সাগর হোসেনকে তার অফিসে ডেকে শুভেচ্ছা জানান। এসময় সাগরের সাথে কথা বলে তাকে সাহস দিয়ে রেঞ্জ ডিআইজি ভর্তির সমূদয় ব্যয়ভার বহনের দায়িত্ব গ্রহণ করেন। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোশারেফ হোসেন বুধবার সন্ধ্যায় শেবাচিম হাসপাতাল পরিদর্শনে গিয়ে বরিশালের নির্যাতিত গৃহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়ার (১২) চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন। একই সাথে নির্যাতনকারী গৃহকর্তা এনজিও কর্মী আশরাফুল চৌধুরীকে দ্রুত গ্রেফতারেরও আশ্বাস দিয়েছেন।
×