ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

প্রকাশিত: ২২:২৮, ১৮ অক্টোবর ২০১৮

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ সরকারি সকল চাকরিতে ৩০ ভাগ কোটা বহালের দাবিতে কলাপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার উদ্যোগে মানবন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদিউর রহমান বন্টিন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহম্মেদ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা প্রমুখ। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করা হয়েছে। ২০০১ সালের পর ফের ষড়যন্ত্র চলে। ২৯ বছর চাকরি থেকে মুক্তিযোদ্ধা পরিবারের যোগ্য উত্তরসূরিদের বঞ্চিত করা হয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরন করে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের খেয়েপড়ে বেচে থাকার নিশ্চয়তা করে দিয়েছেন। ফের কোটা আন্দোলনের মধ্য দিয়ে ষড়যন্ত্র করা হয়। তাই কোটা বহালের দাবি করছি।
×