ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থামছে না পায়রা নদীতে ইলিশ শিকার

প্রকাশিত: ০০:২৮, ১৮ অক্টোবর ২০১৮

থামছে না পায়রা নদীতে ইলিশ শিকার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযানে বরগুনার পায়রা নদীতে থামছে না ইলিশ শিকার। প্রতিদিন জেলেরা মৎস্য অফিসের টহলরত লোকজনদের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকার করছে। মৎস্য কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ সচেতন জেলেদের। জানাগেছে, গত ৭ অক্টোবর গভীর রাত থেকে ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযান শুরু হয়। এ অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। মৎস্য অফিস কর্তৃপক্ষের তৎপরতা উপেক্ষা করে পায়রা নদীতে জেলেরা ইলিশ শিকার করছে। রাতে পায়রা নদীতে জোয়ার আসার সাথে সাথে জেলেরা কারেন্টজাল ফেলে বসে থাকে। বুধবার দিরাগত রাতে আমতলী মৎস্য অফিস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে পায়রা নদীর গুলিশাখালী থেকে মামুন ফকির ও ইয়ামিন ফকির নামের দুই জেলেকে ২ হাজার কারেন্টজাল ও দুই কেজি ইলিশসহ আটক করে। ওই দুই জেলেকে আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত প্রত্যেকতে তিন হাজার টাকা অর্থ দন্ড করে ছেড়ে দেয়। খোজ নিয়ে জানাগেছে, পায়রা নদীর সাগর মোহনা, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, পচাঁকোড়ালিয়া, বালিয়াতলী ও গুলিশাখালীতে জেলেরা কারেন্টজাল পেতে মাছ শিকার করছে। আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল বলেন, নদীতে যেন জেলেরা মাছ শিকার করতে না পারে সে অভিযান অব্যহত আছে। তিনি আরো বলেন, কেউ নদীতে মাছ শিকার করতে গেলে তাকে ধরে আইনের আওতায় এসে কঠোর শান্তির ব্যবস্থা করা হবে।
×