ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদিবাসী কোটা পূনর্বহালের দাবিতে তালতলীতে মানববন্ধন

প্রকাশিত: ০০:৩০, ১৮ অক্টোবর ২০১৮

আদিবাসী কোটা পূনর্বহালের দাবিতে তালতলীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার তালতলীতে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৫% আদিবাসী কোটা পূর্নবহালের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট ইউনিটি’র উদ্যোগে বৌদ্ধ বিহারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক মিঃ মংচিন থানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট ইউনিটি’র তালতলী উপজেলা শাখার সভাপতি মিঃ অংচো রাখাইন, তালতলী পাড়ার আইন শৃংখলা সমন্বয় কমিটির সভাপতি মিঃ চিনথানমং তালুকদার, মিসেস এমেন রাখাইন, অংতেন তালুকদার, হেমাওয়েন রাখাইন, মিঃ ওয়েনশে, বোমেচান ও চোমেলেন প্রমুখ। বক্তারা সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৫% আদিবাসী কোটা পূর্নবহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
×