ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্তার পঞ্চম আসর

প্রকাশিত: ০০:৫৬, ১৮ অক্টোবর ২০১৮

বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্তার পঞ্চম আসর

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্তার পঞ্চম আসর পাওয়ার্ড বাই এ্যাডেক্স গ্রুপ। ১০ দিনব্যাপী এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের এ্যাস্ট্রো টার্ফে। টুর্নামেন্টের অর্গানাইজার লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস প্রতিবছর কর্পোরেট হাউসগুলোর অপেশাদার ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্টটি পরিচালনা করে আসছে। এবারের টুর্নামেন্টে লিও এন্টারটেনমেন্ট নতুন ফরম্যাট যোগ করেছে। এবারের আসরে অংশ নিচ্ছে ২০টি দল। এদের মধ্যে ১২ দল অংশগ্রহণ করছে কর্পোরেট মাস্টার্স ক্যাটাগরিতে। দলগুলো হলো : বসুন্ধরা কিংস, কমফিট কম্পোসিট নিট লিমিটেড, বান্ডো ডিজাইন লিমিটেড, থেরাপ বিডি, এমটিবি, আইডিএলসি, এইচএসবিসি, সিটি ব্যাংক, এক্স ডিজিটাল এজেন্সি, এক্সিকিউটিভ ইলেভেন, পাঠাও এবং স্টেপ ফুটওয়্যার। এছাড়া টুর্নামেন্টে নতুন ফরম্যাটে (কর্পোরেট ওপেন) খেলবে বাকি আটটি দল। এই ফরম্যাটে দলগুলো তাদের কোম্পানির বাইরের খেলোয়াড় খেলাতে পারবে। তবে অবশ্যই তাদের অপেশাদার ফুটবলার হতে হবে। দলগুলো হচ্ছে : নিও জিপার, ইন্টারপোর্ট গ্রুপ, সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন, উইনটেক্স ফ্যাশন লিমিটেড, এ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড, লায়লা গ্রুপ।, বঙ্গ বিডি এবং টর্ক ফ্যাশন লিমিটেড। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশে প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হতে পেরে আনন্দিত। বসুন্ধরা সবসময় চেষ্টা করছে ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দিতে। প্রফেশনাল ফুটবলের বাইরে যে অপেশাদার খেলোয়াড়দের কমিউনিটি আছে, তাদেরকে সাপোর্ট করাও আমাদের দায়িত্ব। এই টুর্নামেন্টের অংশ নেয়া সব দলগুলোকে শুভেচ্ছা জানাচ্ছি।’ এই টুর্নামেন্টের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক, ফিউশন স্পোর্টস, লায়লা গ্রুপ। এবং পেট্রোম্যাক্স এলপিজি। টুর্নামেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে প্লান্টিক।
×