ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিব-তামিম না থাকায় আশায় জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৪:২১, ১৯ অক্টোবর ২০১৮

সাকিব-তামিম না থাকায় আশায় জিম্বাবুইয়ে

মোঃ মামুন রশীদ ॥ সর্বশেষবার বাংলাদেশ সফরে এসে শতভাগ পরাজয় দেখেছিল জিম্বাবুইয়ে ক্রিকেট দল। কোন ম্যাচেই সুবিধা করতে পারেনি বিন্দুমাত্র। এবারও বাংলাদেশের মাটিতেই খেলতে হবে ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ। কিন্তু এবার বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইনজুরির কারণে পুরো সিরিজেই থাকবেন না। এটি বেশ স্বস্তি দিচ্ছে সফরকারী জিম্বাবুইয়ে দলকে। আর সে জন্যই অনেক ভাল কিছু আশা করছেন পেসার কাইল জারভিস। এছাড়া বাংলাদেশের ঘরোয়া আসরগুলোয় বেশকিছু জিম্বাবুইয়ের খেলোয়াড় নিয়মিত খেলার কারণে সেটা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে শেষ মুহূর্তে দলে সিকান্দার রাজা যোগ হওয়ার কারণে মিডলঅর্ডারের শক্তিও বেড়েছে। কিন্তু জারভিস মনে করেন বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে ওঠার জন্য আজকের অনুশীলন ম্যাচটা বেশ জরুরী। কারণ নিজ দেশে খেলবে স্বাগতিকরা যেখানে অনেক ক্রিকেট পরাশক্তিকেই হারিয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুশীলনে নামার আগে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এসব কথা বলেন জারভিস। মাত্রই দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ফিরেছে জিম্বাবুইয়ে। সেখানে ওয়ানডে ও টি২০ সিরিজে কোন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি, শতভাগ পরাজয় দেখেছে। সেই পরাজয় নিয়েই বাংলাদেশে আসতে হয়েছে বিপর্যস্ত একটি দলকে। সে বিষয়ে জারভিস বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় খুব কঠিন সফর ছিল। তবে আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এসেছি। সেই ইতিবাচক মানসিকতার মধ্যে আছে ম্যাচ জেতা। অনেক বড় প্রেরণার বিষয় হচ্ছে রাজা (সিকান্দার) ফিরেছেন। আমার মনে হয় আমাদের ভাল সুযোগ আছে।’ সিকান্দার রাজা সর্বশেষ সিরিজে ছিলেন না। এ অলরাউন্ডার ফেরার বিষয়ে জারভিস আরও বলেন, ‘রাজা নিঃসন্দেহে অনেক বড় খেলোয়াড়। গত ১৮ মাস খুব ভাল ক্রিকেট খেলেছেন তিনি। তাকে ফিরে পাওয়াটা আমাদের উজ্জীবিত করেছে। তিনি অফস্পিন করতে পারেন এবং মিডলঅর্ডারে মূল্যবান ব্যাটিং উপহার দিতে সক্ষম।’ এই স্পিন আক্রমণ নিয়েই যত দুঃশ্চিন্তা জিম্বাবুইয়ের। বাংলাদেশ সফরে বরাবরই স্পিনারদের কাছে মাথা নোয়াতে হয়েছে তাদের ব্যাটসম্যানদের। কঠোর অনুশীলনেও কাজ হয়নি। এবারও সেই প্রস্তুতি নিয়ে এসেছে তারা। এ বিষয়ে জারভিস বলেন, ‘আমরা এখানে আসার আগে অনুশীলন পিচে শীর্ষ পর্যায়ের স্পিন আক্রমণের বিরুদ্ধে খেলেছি। সুতরাং বিষয়টি আমাদের মাথায় আছে এবং পরিকল্পনাও আছে। ক্রেমার না থাকাটা বড় ক্ষতি। খুব ভাল একজন লেগস্পিনার। তবে আমরা তরুণ এক স্পিনার ব্রেন্ডন মাভুতাকে পেয়েছি। সে দক্ষিণ আফ্রিকায় খুব ভাল করেছে। তাছাড়া শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজাও স্পিনের জন্য খুব ভাল বিকল্প।’ বাংলাদেশের স্পিন বিভাগকে নেতৃত্ব দেয়ার জন্য এবার সাকিব নেই। আর ব্যাটিং বিভাগকে ভাল একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য নেই তামিম। এ জন্য জিম্বাবুইয়ে দল বেশ স্বস্তিতেই আছে। জারভিস বলেন, ‘তারা দু’জন খুবই ভাল খেলোয়াড়। সাকিব বিশ্বের অন্যতম সেরা। তাই সবাই কিছুটা স্বস্তি পাবে।’ কিন্তু জারভিস মনে করছেন ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খুবই উপকারী হবে। এ বিষয়ে জারভিস বলেন, ‘আমাদের ৪/৫ জন বিপিএলে এই পরিবেশে প্রতি বছরই খেলে সেটা আমাদের জন্য অবশ্যই খুব ভাল সুযোগ করে দিতে সহায়ক হবে। তাছাড়া সাকিব-তামিমের মতো দুইজন বড় মাপের খেলোয়াড় বাংলাদেশে নেই। সুতরাং আমরা ইতিবাচক কিছুর দিকেই তাকিয়ে আছি। তারা খুবই কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশে তো আরও কঠিন তাদের হারানো। কেউতো হারার প্রত্যাশা করে না। আমরা অবশ্যই জেতার আশা করছি। দক্ষিণ আফ্রিকায় আমাদের ভিন্ন লেন্থে বল করতে হয়েছে। কিন্তু এখানে অনেকটাই কম বাউন্স থাকবে। এ কারণে প্রথম ওয়ানডের আগে অনুশীলন ম্যাচটা খেলা খুবই উপকারী। তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে খাপ খাওয়াতে সুবিধা দেবে।’
×