ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাফুফে সভাপতির পদত্যাগ দাবি করলেন বাদল রায়

প্রকাশিত: ০৪:২১, ১৯ অক্টোবর ২০১৮

বাফুফে সভাপতির পদত্যাগ দাবি করলেন বাদল রায়

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার দায় স্বীকার করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাদল রায়। বুধবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ঢাকার ক্লাবগুলোর এক সম্মিলনীতে এ আহ্বান জানান বাফুফে সহ-সভাপতি, সাবেক তারকা ফুটবলার বাদল রায়। অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ৫৬ ক্লাবের মধ্যে ৪০ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ মিলন মেলায়। বাদল রায় বলেন, বাফুফের বর্তমান কমিটির সহ-সভাপতি হিসেবে আমার এখানে আসার কথা নয়। কিন্তু একজন সাবেক খেলোয়াড় ও তৃণমূলের সংগঠক হিসেবে নিজেকে আটকে রাখতে পারিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনভাবেই এগিয়ে নিতে পারছে না দেশের ফুটবল। তার উজ্জ্বল প্রমাণ সাইফ পাওয়ারটেকের সঙ্গে অনৈতিক ও অন্যায়ভাবে চার বছরের চুক্তি বাতিল করা। বাফুফে প্রতিটি সাব-কমিটি কাঁচি কাটা করেছে। অথচ কেউ প্রতিবাদ করেন না। আপনারা এর জবাব চাইবেন। কেন প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লীগ বন্ধ। দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও ফুটবলে উন্নয়নের অগ্রগতি নেই। বাফুফে হয়ে গেছে অর্থ লোপাটের এক প্রতিষ্ঠান। আমি সালাউদ্দিনকে নিজ ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কিছুদিন আগে অর্থমন্ত্রী জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের জন্য দেড় কোটি টাকা দিয়েছেন। অথচ বাফুফে এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লাখ দেয়নি। বাফুফের আর্থিক দুর্নীতির আরেকটি বড় চিত্র হলো একাডেমির জন্য ফিফার দেয়া সাত লাখ ডলার পুরোপুরি একাডেমির জন্য ব্যয় করা হয়নি। জানতে চেয়েছি, সালাউদ্দিন বলেন খরচ হয়েছে। ফিফার দেয়া উন্নয়ন খাতের লাখ লাখ ডলার ফুটবল কল্যাণে ব্যয় করা হয়নি। খরচ করা হয়েছে অন্য খাতে। বাদল রায় বলেন, বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আজ সময়ের দাবি। তরফদার মোঃ রহুল আমিন বলেন, ফুটবলে ক্লাবের অবদান সর্বদাই অপরিসীম। বলা হয় ক্লাব ইজ দ্য হার্ট অফ ফুটবল। বাংলাদেশের ক্লাবগুলো অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্যে ফুটবল নিয়ে কাজ করছে। আজ আমার মনে হয়েছে আমরা দিক নির্দেশনাহীন ও পরিকল্পনাহীনভাবেই এগোচ্ছি। এভাবে চলতে থাকলে কোনদিনও বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হবে না। ১২ বছর আগে বাংলাদেশের র‌্যাঙ্ক ছিল ১৩৬। এখন ১৯৩। অথচ তখন ভারতের র‌্যাঙ্কিং ছিল ১৪১। এখন তারা ৯০-এর ঘরে। ফুটবল উন্নয়নের কোন পরিকল্পনা নেই। সালাউদ্দিনের ১০ বছরের দায়িত্বে ফুটবল শুধু পিছিয়েছে। সামনের দিকে অগ্রসর হয়নি। ফিফা র‌্যাঙ্ক জ্বলন্ত প্রমাণ। এক বয়সভিত্তিক নারী ফুটবল উন্নয়ন দিয়ে গোটা দেশের ফুটবলের সঙ্গে তুলনা করলে চলবে না। মেয়েদের সাফল্য-অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। একটা দেশের ফুটবলের মান বিচার করা হয় পুরুষদের সাফল্য দিয়ে। নারীদের দিয়ে নয়। এই পুরুষ ফুটবল এখন খাদের কিনারায়। সঙ্গত কারণে পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন দরকার ফেডারেশনে। বাফুফে ২০১৬-১৭ ও চলতি ২০১৮ মৌসুমের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগ করতে পারেনি। সাইফ পাওয়ারটেকের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছিল। অন্যায়ভাবে এই চুক্তি বাতিল করায় ঢাকার ক্লাবগুলোর যে ক্ষতি হয়েছে সেটার জবাব বাফুফেকে দিতে হবে। কোন্ কারণে সাইফ পাওয়ারটেককে চুক্তি থেকে বাদ দেয়া হলো সেই প্রশ্ন আজ আপনাদের কাছে রাখলাম। ক্লাবগুলোর একটি সাধারণ প্ল্যাটফর্মও দরকার আছে। আপনাদের তাই আহ্বান জানাচ্ছি, ফুটবল ক্লাবগুলোকে নিয়ে একটি সংগঠন দাঁড় করানোর উদ্যোগ নেন। সভায় সাবেক জাতীয় ফুটবলার শেখ মোঃ আসলাম, আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, হাসানুজ্জামান বাবলু, বাংলাদেশ নৌ পুলিশের প্রধান ও ফুটবল সংগঠক শেখ মোঃ মারুফ হাসান, আলিমুজ্জামান আলম, আবু হাসান চৌধুরী প্রিন্স বক্তব্য রাখেন।
×