ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন মৌসুমীদের

প্রকাশিত: ০৪:২২, ১৯ অক্টোবর ২০১৮

দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন মৌসুমীদের

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়া জয় করা শেষ। বাংলার বাঘিনীদের সামনে এবার নতুন মিশন। এবারের মিশন মধ্য এশিয়ায়। মিশনের নাম ‘এএফসি অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ (‘ডি’ গ্রুপ)। আগামী ২৪ অক্টোবর খেলা শুরু হবে তাজিকিস্তানের দুশানবেতে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া (২৪ অক্টোবর), চাইনিজ তাইপে (২৬ অক্টোবর) এবং স্বাগতিক (২৮ অক্টোবর) তাজিকিস্তান। শেষের দুটি দল বাংলাদেশের জন্য তুলামূলক সহজ হলেও কোরিয়া অনেক কঠিন প্রতিপক্ষ, এমনটা মনে করেন বাঘিনীদের কোচ গোলাম রব্বানী ছোটন। তাদের বিরুদ্ধে ভাল খেলাই তার লক্ষ্য। গত ৭ অক্টোবর ভুটানে অনুষ্ঠেয় সাফ অনুর্ধ-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে তারা নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আসরের প্রথম চ্যাম্পিয়ন (অপরাজিত) হয়ে নিজেদের নামটি স্মরণীয় করে রাখে। সেই দলের অধিকাংশই এবার যাচ্ছে তাজিকিস্তান মিশনে। আজ শুক্রবার ভোর সোয়া ছয়টায় দুশানবের উদ্দেশে বিমান ছাড়ছে তারা। কঠিন চ্যালেঞ্জ। তবে প্রতিপক্ষ যেমনই হোক পরবর্তী রাউন্ডেই চোখ রাখছে লাল-সবুজরা। ২০১৯ সালের ২২-৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসরের দ্বিতীয় রাউন্ড। তবে ভেন্যু এখনও ঠিক হয়নি। বাছাইপর্বের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ খেলবে দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ দলকে প্রথম ম্যাচেই মোকাবেলা করতে হচ্ছে সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়াকে। দ্বিতীয় রাউন্ডে আট দলের সেরা চারটি দল খেলবে তৃতীয় ও চূড়ান্ত রাউন্ডে, ২০২১ সালে। আগেই চূড়ান্ত রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে বসে আছে স্বাগতিক থাইল্যান্ড, জাপান, উত্তর কোরিয়া এবং চীন। শেষের তিনটি দল ২০১৭ আসরের শীর্ষ তিনটি দল। কোচ ছোটন বলেন, ‘ভুটানে সাফ শেষ করেই ১০ অক্টোবর থেকে এই আসরের জন্য প্রস্তুতি শুরু করেছি। ভুটানে আঁখির চোখে এবং শিউলির মাসলে ইনজুরি হয়েছিল। আশার কথা হলো গতকাল (বুধবার) দুই সেশন খুব ভালভাবে শেষ করেছি। আল্লাহর রহমতে দলের সবাই এখন সুস্থ আছে।’ ‘প্রতিপক্ষ অনেক কঠিন এ কথা সত্য। তবে মৌসুমীরা যদি মনে করে ‘পারবো’ তবে অনেক কিছুই সম্ভব বলে মনে করেন ছোটন। ‘ভুটানে মেয়েরা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে। এই আসরেও তারা সেই ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।’ যোগ করেন ছোটন। অনুর্ধ-১৯ বাছাইয়ে মেয়েদের অনুপ্রেরণা সদ্য অনুর্ধ-১৮ সাফে চ্যাম্পিয়ন হওয়া। সাফের মতোই অনুর্ধ-১৯ বাছাইয়েও অধিনায়কের দায়িত্ব মিশরাত জাহান মৌসুমীর ওপর। আসন্ন টুর্নামেন্ট নিয়ে মৌসুমী নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমি বলতে পারি আমাদের অনুশীলন মোটামুটি সম্পূর্ণ হয়েছে। প্রথমেই যাদের সঙ্গে ম্যাচ তারা বিশ্বচ্যাম্পিয়ন। বাছাইপর্বে আমাদের প্রতিপক্ষ তিনটি দলই কঠিন। কিছুই করার নেই। আমরা অবশ্যই চাইব অনুর্ধ-১৯ বাছাইপর্বে কোয়ালিফাই করতে। প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলব। আর বাকি দুই ম্যাচে অবশ্যই জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা আমাদের।’ সহ-অধিনায়ক মারিয়া মান্দার ভাষ্য, ‘অনুর্ধ-১৮ সাফ চ্যাম্পিয়ন হবার পর একদিন বিশ্রাম নিয়েই আমরা বাছাইপর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। সেখানে তিনটি দলই আমাদের কঠিন প্রতিপক্ষ। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং সেখানে তাদের বিপক্ষে যেভাবে খেলা দরকার সেভাবেই খেলব।’ ছোটন জানান, সাফ অনুর্ধ-১৮ শিরোপাটা হবে মেয়েদের বড় অনুপ্রেরণা। এ প্রসঙ্গে দেশের অন্যতম সফল এই কোচ বলেন, ‘মেয়েরা প্রত্যেকটা টুর্নামেন্টই নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। ভুটানের ম্যাচগুলো মেয়েদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে।’ সাফ অনুর্ধ-১৮ দলটির সঙ্গে এই দলটির তেমন কোন পার্থক্য নেই। এসএসসি নির্বাচনী পরীক্ষার জন্য দলের সঙ্গে থাকতে পারেনি সাজেদা খাতুন। তার স্থানে ইনজুরি থেকে ফিরে দলের সঙ্গে যোগ হয়েছে নার্গিস খাতুন। দুশানবেতে ম্যাচ হবে টার্ফে। আর তাপমাত্রা প্রায় ভুটানের কাছাকাছি (১৬-২০ ডিগ্রী)। বাংলাদেশের ম্যাচগুলো দিনের আলোতেই হবে। তাই এগুলো বাড়তি সুবিধা হবে লাল-সবুজদের জন্য। এ নিয়ে বাংলাদেশ অনুর্ধ-১৯ মহিলা দল এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। প্রথমবার খেলেছিল ২০১২ সালে। সেবার তারা গ্রুপপর্বে উজবেকিস্তানের কাছে ২-০ এবং ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল। দুশানবেতে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে আগেও বিভিন্ন সময়ে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চাইনিজ তাইপেকে ৪-২ এবং ২০১৪ সালে এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে (সাউথ এ্যান্ড সেন্ট্রাল) তাজিকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৬ গোলে হারার তিক্ত অভিজ্ঞতাও আছে। খেলাটি হয়েছিল ২০১৭ সালে, কোরিয়া কন্ডিশনিং ক্যাম্প সফরে। মেয়েদের দলের সঙ্গে নতুন পৃষ্ঠপোষক হিসেবে বাফুফে পরিচয় করিয়ে দিয়েছে ঢাকা ব্যাঙ্ক লিমিটেডকে। কিছুদিনের মধ্যেই বাফুফে এবং ঢাকা ব্যাংকের সঙ্গে ছয় বছরের চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মহিলা দলের তাজিকিস্তান সফর নিয়ে গতকাল বাফুফে ভবনে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ মাহবুবুর রহমান এবং হেড অব কমিউনিকেশন্স এ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন খন্দকার আনোয়ার এহতেশাম। আরও ছিলেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
×