ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যানইউতে মেসিও সফল হতে পারবেন না!

প্রকাশিত: ০৪:২৩, ১৯ অক্টোবর ২০১৮

ম্যানইউতে মেসিও সফল হতে পারবেন না!

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় অতিবাহিত করছে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড। গেল কয়েক বছর সেরা ফুটবলার ও কোচিং স্টাফ নিয়েও সাফল্য পাচ্ছে না রেড ডেভিলসরা। সদ্য শুরু হওয়া নতুন মৌসুমেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে ম্যানইউ ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার পল স্কোলস বলেছেন, এই সময়ে লিওনেল মেসিও এ ক্লাবে সফল হতে পারবেন না। সাফল্য পেতে রীতিমতো সংগ্রাম করতে হবে বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টারকে। ম্যানইউ’র দায়িত্ব নেয়ার পর বেশ কিছু তারকা ফুটবলার দলে ভিড়িয়েছেন কোচ জোশে মরিনহো। পিএসজি’র জ¬াতান ইব্রাহিমোভিচ, রিয়ালের এ্যাঞ্জেল ডি মারিয়াকে খেলিয়েছেন। রেকর্ড দামে দলে টেনেছেন বিশ্বকাপ জয়ী পল পোগবাকে। আর্সেনাল থেকে এ্যালেক্সিস সানচেজ আর এভারটন থেকে নিয়ে এসেছেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলো লুকাকুকে। মার্কাস রাশফোর্ড, এ্যান্থনিও মার্শিয়াল কিংবা ফ্রেড-মাতারা তো আছেনই। তবুও ইংলিশ প্রিমিয়ার লীগ কিংবা অন্য আসরে ভাল করতে পারছে না রেড ডেভিলসরা। এ কারণেই স্কোলস বলেছেন, মেসিকে এনে দিলেও দেখা যাবে তিনি এখানে সংগ্রাম করছেন। স্কোলসের মতে, মেসি বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু সেরা সেরা তারকারা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে এসে যেভাবে সংগ্রাম করছেন; মেসিকে এনে দিলেও দল ঘুরে দাঁড়াতে পারবে না। ম্যানইউ চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে আটে আছে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসি, ম্যানসিটি এবং লিভারপুলের থেকে সাত পয়েন্ট নিচে তারা। ম্যানইউতে আস্থা হারানো সাবেক এই ফুটবলারের মতে মেসিও এই দলের হাল বদলাতে পারবে না। তিনি বলেন, আমার মনে হচ্ছে এই ক্লাবে যেই আসবে তাকে ভাল করতে সংগ্রাম করতে হবে। আমার মতে এই মুহূর্তে আমরা যদি দলে মেসিকে ভেড়ায় দেখা যাবে ক’দিন বাদে তাকেও ভাল করতে সংগ্রাম করতে হচ্ছে। এর আগে ম্যানইউয়ের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইংলিশ লীগ ও চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। তবে সাবেক ম্যানইউ তারকা রোনাল্ডোর নাম না বলে মেসির ম্যানউইতে আসার কথা কেন বলছেন? তাই তাকে প্রশ্ন করা হলো বিশ্বের সেরা ফুটবলার কে। স্কোলস অকপটে বলেন, মেসিই বিশ্বসেরা। তবে রোনাল্ডো অসম্ভব মেধাবী এক ফুটবলার। সি আর সেভেন তার গতি, শক্তি এবং যেভাবে গোল করেন তা সত্যি অসাধারণ। কিন্তু মেসি ফুটবলের অলরাউন্ডার। কি দারুণ বল পাস দেন তিনি। এদিকে নিজ দেশের জার্সিতে মেসি সবসময় ব্যর্থ। যে কারণে অনেকেই মনে করেন, সে যদি স্পেনের হয়ে খেলতো তাহলে বিশ্বকাপ জিততে পারতো। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন মেসি। এর মধ্যে প্রথম বিশ্বকাপ বাদ দিলে বাকি তিন আসরে বিশ্বসেরা ফুটবলার হিসেবে বিশ্বকাপের আসরে যান মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলা জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারের সেরা সাফল্য। রাশিয়া বিশ্বকাপে ভাল করতে না পারায় গেল সপ্তাহে মেসির সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। প্রশ্ন তুলেছেন তার নেতৃত্ব নিয়ে। এ জন্য ম্যারাডোনার সঙ্গে কাজ করা আর্জেন্টিনার সাবেক ফিটনেস কোচ ফার্নান্ডো সিগনোরিনি বলেছেন, এত বছর যদি মেসি স্পেনের হয়ে খেলতো তবে সে বিশ্বকাপ জয়ী তারকা হতো। সিগনোরিনি বলেন, আমার এখন মনে হয় মেসি যদি স্পেনের হয়ে খেলতো এতদিন সে বিশ্বকাপ জয়ী ফুটবলার হতো। কিন্তু সে তা না করে দলের হয়ে খেলে যাচ্ছে। অথচ তারা বলছে মেসি তার নিজের দেশকে বেচে দিচ্ছে, দেশের হয়ে সে খেলতে চাই না। যদিও মেসি তার দেশকে অন্য সবকিছুর থেকে বেশি প্রাধান্য দিয়েছে। তার কখনও আর্জেন্টিনা দলে বা নিউওয়েলস বয়েজে খেলার জন্য ফিরে আসা উচিত নয় বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, দুঃখের বিষয় হলো আগে যারা মেসির প্রশংসা করতো এখন তাদের সমালোচনায় মেসি জবাব দিতে পারে না। আসলে সে খুব ঠা-া। আর তাই যারা তার সমালোচনা করে তারা জানে মেসি কড়া ভাষায় কথা বলে না। মেসি কারও সমালোচনা গায়ে মাখে না। আমার মতে বর্তমান ফুটবলের যে পরিবেশ তা মেসির সঙ্গে যায় না।
×