ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে শাহরিয়ার নাফীসেরও সেঞ্চুরি, তৃতীয় রাউন্ডেরও সব ম্যাচ ড্র

আরেকটি সেঞ্চুরিতে ১১ হাজার রানের ক্লাবে তুষার

প্রকাশিত: ০৪:২৩, ১৯ অক্টোবর ২০১৮

আরেকটি সেঞ্চুরিতে ১১ হাজার রানের ক্লাবে তুষার

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় রাউন্ডের মতো জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডেরও সব ম্যাচ ড্র হয়েছে। তবে এই রাউন্ডের চতুর্থ ও শেষদিনে এসে মাইলফলকে পা রেখেছেন তুষার ইমরান। দেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ৩১তম সেঞ্চুরি করার সঙ্গে এগারো হাজার রানের মাইলফলকেও পা রাখেন খুলনার তুষার। একইদিনে বরিশালের শাহরিয়ার নাফীসও সেঞ্চুরির দেখা পান। প্রথম স্তর ॥ খুলনায় স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩০৪ রান করার পর রংপুর প্রথম ইনিংসে ৩১৫ রান করতে পারে। ৫ উইকেট নেয়া সৌম্য সরকারের বোলিং তোপে পড়ে রংপুর। এরপর তৃতীয়দিনে সৌম্যের ৭১ রানের সঙ্গে তুষার ইমরানের অপরাজিত ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে খুলনা। ১৭০ রানে এগিয়ে থাকে খুলনা। ম্যাচের চতুর্থদিনে বৃহস্পতিবার তুষার ১০৩ রান করে আউট হন। এই সেঞ্চুরি করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩১তম সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েন তুষার। সেই সঙ্গে তার রান এখন ১১০২১। তুষারের সেঞ্চুরির সঙ্গে জিয়াউর রহমানের ৬৩ রানে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে ইনিংস ঘোষণা করে খুলনা। রংপুরের সামনে জিততে ৩২৪ রানের টার্গেট দাঁড় হয়। শেষ দিনের শেষ সেশনে কী তা করা সম্ভব! রংপুর ১ উইকেট হারিয়ে ৯১ রান করতেই তাই ড্র দিয়েই শেষ হয় খেলা। বরিশালে রাজশাহী-বরিশাল ম্যাচের দুইদিন বৃষ্টির জন্য খেলা হয়নি। তখনই বোঝা হয়ে যায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্রই হতে পারে। তবে বরিশাল প্রথম ইনিংসে ১৩৩ রান করার পর রাজশাহী প্রথম ইনিংসে তৃতীয়দিন ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করায় ম্যাচে দুইদিনেই নাটকীয়তার দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা হয়। কিন্তু তা হয়নি। শাহরিয়ার নাফীসের ১০২ রানে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান করে বরিশাল। সেই সঙ্গে দিনের খেলাও শেষ হয়। ম্যাচ ড্র হয়। রাজশাহী দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পায়নি। দ্বিতীয় স্তর ॥ বগুড়ায় ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২৮৭ রান করার পর চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৩৬ রান করতে পারে। এরপর ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয়দিন শেষ হওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে। তৃতীয়দিন শেষে ২৪২ রানে এগিয়ে থাকে ঢাকা মেট্রো। ভাল অবস্থানেই থাকে। ম্যাচ থেকে ফল আসতে পারে, সেই ধারণাও করা হয়। চতুর্থদিনে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান করার পর ঢাকা মেট্রো ইনিংস ঘোষণাও করে। চট্টগ্রামের সামনে জিততে ৩০৬ রানের টার্গেট দাঁড় হয়। চট্টগ্রামকে গুটিয়ে দেয়ার জন্য দুই সেশনের বেশি সময় পায় ঢাকা মেট্রো। কিন্তু পিনাক ঘোষের অপরাজিত ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করতেই বোঝা হয়ে যায় ম্যাচ থেকে ফল বের করা সম্ভব নয়। আর তাই ড্র দিয়েই ম্যাচটি শেষ হয়। কক্সবাজারে সিলেট-ঢাকা ম্যাচে দুইদিন বৃষ্টিতে খেলা বন্ধ থাকতেই ড্র নিশ্চিত হয়ে যায়। তৃতীয়দিন সিলেট ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২২৯ রান করে। জাকির হাসান ৮৪ ও রাজিন সালেহ ৬৪ রানে অপরাজিত থাকেন। চতুর্থদিনে জাকির আর ৪ রান স্কোরবোর্ডে যোগ করতে পারেন। রাজিন সালেহ ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৯৬ রানে আউট হন। এ দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ৩৫৫ রান করে ইনিংস ঘোষণা করে সিলেট। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা ৩ উইকেট হারিয়ে ৫৫ রান করতেই খেলা ড্রতে শেষ হয়।
×