ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাল্টার ভ্যালেটা এফসির প্রস্তাব ফিরিয়ে দিলেন বোল্ট

প্রকাশিত: ০৪:২৪, ১৯ অক্টোবর ২০১৮

মাল্টার ভ্যালেটা এফসির প্রস্তাব ফিরিয়ে দিলেন বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ এখন পর্যন্ত সিডনির ফুটবল ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে কোন চুক্তিতে আবদ্ধ হতে পারেননি উসাইন বোল্ট। গত আগস্টের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়ার ‘এ’ লীগের ক্লাবটির সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছেন এ স্প্রিন্ট কিংবদন্তি। কিন্তু ইতোমধ্যেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং শেষটিতে জোড়া গোল করেও স্থায়ী কোন চুক্তি পাননি ৮ বারের অলিম্পিক স্প্রিন্ট চ্যাম্পিয়ন। এ কারণে মাল্টার চ্যাম্পিয়ন ক্লাব ভ্যালেটা এফসি লোভনীয় প্রস্তাব দিয়েছিল তাকে। দুইবছরের জন্য সেই চুক্তির প্রস্তাবে ছিল কোন অনুশীলন ছাড়াই পেশাদার ফুটবলার হিসেবে খেলার সুযোগ। তবে বোল্ট সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে ভ্যালেটা থেকে জানানো হয়েছে প্রস্তাবটা উন্মুক্ত রয়েছে এবং বোল্ট চাওয়া মাত্রই তাকে সাদরে গ্রহণ করা হবে। ‘এ’ লীগে খেলতে পারবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। কারণ অনুশীলন করলেও বোল্টের সঙ্গে মেরিনার্স কোন চুক্তি করেনি। বরং ক্লাব থেকে বলা হচ্ছে পেশাদার হয়ে ওঠার জন্য আরও সময় লাগবে ৩২ বছর বয়সী এ স্প্রিন্টারের। যদিও গত শুক্রবার ক্যারিয়ারের দ্বিতীয় ফুটবল ম্যাচ খেলেছেন প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এবং দুটি গোল করেন তিনি। এরই মধ্যে ইউরোপের দেশ মাল্টার চ্যাম্পিয়ন দল ভ্যালেটা থেকে তাকে আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দেয়া হয়। তবে বোল্টের এজেন্ট রিকি সিমস জানিয়েছেন বোল্ট মাল্টার ক্লাবটিতে যাওয়ার বিষয়ে তেমন আগ্রহ দেখাননি। এ বিষয়ে সিমস বলেন, ‘উসাইন ফুটবল খেলা শুরু করার পর থেকে তার প্রতি অনেক আগ্রহের জন্ম নিয়েছে। আমরা নিয়মিতই এমন ধরনের আগ্রহ দেখতে পাচ্ছি।
×