ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুধাবি টেস্টে পরাজয়ের শঙ্কায় অসিরা

প্রকাশিত: ০৪:২৪, ১৯ অক্টোবর ২০১৮

আবুধাবি টেস্টে পরাজয়ের শঙ্কায় অসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবি টেস্টে এখনও পুরো দু’দিন বাকি। হাতে থাকা ৯ উইকেটে ৪৯১ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। তাহলে আসবে জয়, আর মাটি কামড়ে থেকে গুটিয়ে না গেলে আরেকবার ড্রয়ের স্বাদ নিতে পারবে। প্রথম টেস্টের মতো অবিশ্বাস্য ঘটনার পুনরাবৃত্তি করতে না পারলে নিশ্চিত হার এবার তাদের। ম্যাচের তৃতীয়দিন বৃহস্পতিবার পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৪০০ রান নিয়ে। ফলে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৮ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়ে দেয় পাকরা। জবাবে তৃতীয়দিনের শেষে ৪৭ রান করতেই ১ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এবার হয়তো নিশ্চিত পরাজয়ের মুখেই আছে তারা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৪৫ রানেই গুটিয়ে গিয়েছিল। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। দ্বিতীয়দিন শেষে পাকিস্তান দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৪৪ রান তুলে এগিয়ে গিয়েছিল ২৮১ রানে। তবে তৃতীয়দিন সকালেই দ্রুত হারিস সোহেল (১৭) ও আজহার আলীর উইকেট অসিদের মাঝে স্বস্তি এনেছিল। দুর্দান্ত এক অর্ধশতক হাঁকানো আজহার বোকামিপূর্ণ এক রানআউটের শিকার হন নিজ দোষে। তিনি ৬৪ রান করেছিলেন। বাউন্ডারি হয়েছে ভেবে রান নিতে গিয়ে মাঝ উইকেটে দাঁড়িয়েছিলেন সঙ্গী ব্যাটসম্যানের সঙ্গে। অসিরা সেই সুযোগ কাজে লাগিয়েছে। তবে এরপর পঞ্চম উইকেটে আসাদ শফিক ও বাবর আজম ৭৫ রান যোগ করে সেই বিপদও কাটিয়ে ওঠেন। এতেই লিড প্রায় চার শ’ ছুঁয়ে ফেলে পাকরা। আসাদ ৪৪ রানে সাজঘরে ফেরার পর বাবর অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে আরেকটি বড় জুটি গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে তাদের ১৩৩ রানের জুটি পাকদের লিড বাড়াতে থাকে আর অসিরা চাপে পড়তে থাকে। ওয়ানডে ক্যারিয়ারে ৮টি শতক থাকলেও বাবর ১৪ টেস্টে কোন শতক হাঁকাতে পারেননি। এদিন সেই পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৯৯ রানের সময় মিচেল মার্শ তাকে হতাশ করেন এলবিডব্লিউ’র ফাঁদে আটকে। ১৭১ বলে ৬ চার, ৩ ছক্কায় এ রান করেছিলেন বাবর। এরপর সরফরাজ একাই লড়াই চালিয়ে গেছেন। তিনি পাকদের লিড পাঁচ শ’ ছাড়িয়ে নিয়ে গেছেন আরেকটি অর্ধশতক হাঁকিয়ে। প্রথম ইনিংসে ৯৪ রান করে শতক বঞ্চিত হয়েছিলেন। এবার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছিলেন ক্রমাগত। কিন্তু সঙ্গীর অভাবে আগেই বিদায় নিয়েছেন চাপ নিতে গিয়ে। তিনি ১২৩ বলে ৫ চার, ১ ছক্কায় ৮১ রানে লাবুশ্যাংয়ের শিকার হওয়ার পরই ইনিংস ঘোষণা করে পাকরা। তখন দলীয় রান ৯ উইকেটে ৪০০, পাকিস্তানের লিড ৫৩৭! নাথান লেয়ন ৪টি ও লাবুশ্যাং ২টি উইকেট নেন। ৫৩৮ রানের বিশাল লক্ষ্য নিয়ে দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। অভিষিক্ত বাঁহাতি পেসার মীর হামজা অসি ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন, বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান শন মার্শ (৪)। বাকিটা সময় এ্যারন ফিঞ্চ (২৪) ও ট্রাভিস হেড (১৭) অবিচ্ছিন্ন থেকেই পার করেছেন। ১ উইকেটে ৪৭ রান করে এখনও ৪৯১ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। এই টেস্টে আবারও অবিশ্বাস্য কিছু করাটা অকল্পনীয়ই তাদের জন্য। আগের টেস্টে মাত্র ১ বল বাকি থাকতে ২ উইকেট হাতে রেখে ড্র করেছিল তারা। এবার অবশ্য পুরো দু’দিন খেলতে হবে। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ॥ ২৮২/১০; ৮১ ওভার (ফখর ৯৪, সরফরাজ ৯৪; লেয়ন ৪/৭৮, লাবুশ্যাং ৩/৪৫) ও দ্বিতীয় ইনিংস ॥ ৪০০/৯; ১২০ ওভারে ডিক্লে. (বাবর ৯৯, সরফরাজ ৮১, ফখর ৬৬, আজহার ৬৪, আসাদ ৪৪; লেয়ন ৪/১৩৫, লাবুশ্যাং ২/৭৪)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ১৪৫/১০; ৫০.৪ ওভার (ফিঞ্চ ৩৯, স্টার্ক ৩৪; আব্বাস ৫/৩৩, বিলাল ৩/২৩) ও দ্বিতীয় ইনিংস ॥ ৪৭/১; ১২ ওভার (ফিঞ্চ ২৪*, হেড ১৭*; হামজা ১/১৯)। * তৃতীয়দিন শেষে
×