ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল : তারানা হালিম

প্রকাশিত: ০৪:২৮, ১৮ অক্টোবর ২০১৮

বিএনপি-জামায়াত সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল : তারানা হালিম

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় হিন্দু ধর্মাবল্বী লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের সার্বজনীন পুজামন্ডপ প্রাঙ্গনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন না তখনই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তার জলন্ত উদাহরণ ২০০১ সালের নির্বাচন। সে সময়ে বিএনপি-জামায়াত দেশের সংখ্যালঘু জনসাধারণের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। তখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত সেসব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগ অফিসগুলোতে তাদের থাকা-খাওয়া, চিকিৎসা ও বস্ত্রের ব্যবস্থা করেছিলেন। তাই দেশের জনগন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার সাথেই থাকবে আশাবাদ ব্যক্ত করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আরও বলেন, জাতীয় ঐক্যের শুরুতেই জাতীয় অনৌকের প্রতিধ্বনি ছড়াচ্ছে। যাদের মধ্যে অনৌক্যের সুর বিরাজমান তারাই নতুন ঐক্য করেছে। যারা নিজের মধ্যেই ঐক্য স্থাপন করতে পারে না, তারা জাতীয় কি ঐক্য তৈরী করবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের হত্যার মধ্যে দিয়ে খুনী চক্র দেশে মানবাধিকার লংঘন শুরু করেছে। জিয়াউর রহমান খুনী চক্রের প্রশ্রয়দাতা ছিল। সেই খুনীদের পুরস্কৃত করেছিল। প্রতিমন্ত্রী বলেন, সেই বিএনপি-জামায়াত এখনও ঘাপটি মেরে আছে। তারা সুযোগ পেলেই আবারও বের হবে। বিপদে আপদে সব সময় একটি শক্তিকেই দেশের মানুষ পাশে পায়। সে শক্তিটি হলো অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তথ্য প্রতিমন্ত্রী পরে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।
×