ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ অক্টোবর ২০১৮

নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন বৃহস্পতিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানম-ির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আকতারুজ্জান, এসএম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তার স্কুলের খুদে শিক্ষার্থীদের শ্রদ্ধা ॥ শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম দিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। শেখ রাসেল শিক্ষা প্রতিষ্ঠানটির স্কুল শাখার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইউলেসা’র ব্যানারে তারা বনানী কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান।
×