ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান ও ইরাকে দায়েশ সন্ত্রাসীদের পাঠিয়ে দিচ্ছে আমেরিকা ॥ রাশিয়া

প্রকাশিত: ১৯:০৭, ১৯ অক্টোবর ২০১৮

আফগানিস্তান ও ইরাকে দায়েশ সন্ত্রাসীদের পাঠিয়ে দিচ্ছে আমেরিকা ॥ রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি বলেছেন, আমেরিকা দায়েশ সন্ত্রাসীদেরকে ইরাক ও আফগানিস্তানে পাঠিয়ে দিচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। 'রাশা টুডে' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ল্যাভরভ আরও বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ছোট হয়ে গেছে। তবে কিছু সন্ত্রাসী এখনও আছে। সিরিয়ার তানাফে অবৈধভাবে স্থাপিত মার্কিন ঘাঁটিতেও সন্ত্রাসীরা অবস্থান করছে বলে তিনি জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা সিরিয়ায় ফোরাতের পূর্ব অংশে অবৈধভাবে একটি সরকার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। তিনি প্রশ্ন করেন, পাশ্চাত্যের দেশগুলো বারবার বলছে সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এখন তারা কেন রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে অবৈধভাবে বিকল্প সরকার গঠনের চেষ্টা করছে। ল্যাভরভ বলেন, আমেরিকা এই অঞ্চলে উত্তেজনা জিইয়ে রাখতে চায়। কারণ আমেরিকা মনে করে, ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ।
×