ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার উন্নয়নের পোস্টার হলো রাস্তাঘাট, ব্রীজ, বিদ্যুৎ ও শিক্ষা ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ২৩:২০, ১৯ অক্টোবর ২০১৮

শেখ হাসিনার উন্নয়নের পোস্টার হলো রাস্তাঘাট,  ব্রীজ, বিদ্যুৎ ও শিক্ষা ॥ ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ যারা স্বাধীনতায় বিরোধীতা করেছে তারাই দেশে জ্বালাও পোড়াও রাজনীতি করেছে। তাই তারা আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধান মন্ত্রী বলেছেন, দেশের ষোল কোটি মানুষের খাদ্যসহ সকল চাহিদা পুরণ করতে পারলে সরকার বারো লাখ রোহিঙ্গাকেও খাওয়াতে পারবে বলে মন্তব্য করেছেন, ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, দেশের উন্নয়ন তথা শেখ হাসিনার উন্নয়নের চিত্রের জন্য পোস্টার লাগে না। উন্নয়নের পোস্টার হলো দৃশ্যমান রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট ও বিদ্যুৎ। যে রাস্তা দিয়ে আপনারা অনায়াসে দ্রুত যাতায়াত করতে পারছেন, এটা হলো শেখ হাসিনার উন্নয়ন, যে ব্রীজ দিয়ে নদী, খাল অনায়াসেই পাড় হচ্ছেন তাই হলো শেখ হাসিনার উন্নয়ন, ঘরে ঘরে এখন বিদ্যুতের বাতি জ¦লছে তাও শেখ হাসিনার দেয়া উন্নয়ন। প্রতিটি পাড়া, মহল্লা, ইউনিয়নে স্কুল কলেজ, মাদ্রাসা এসব কিছুই শেখ হাসিনার উন্নয়ন। জামায়াত-বিএনপি’র আমলে এসব কাঁচা রাস্তা দিয়ে গুরুতর রোগী নিয়ে যাওয়া আসা, আইন-শৃঙ্খলা, প্রশাসনের লোকজনের যাতায়াত করা প্রায় অসম্ভব ছিল, আর শেখ হাসিনার আমলে এখন গাড়িতে চড়ে খুব দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন সবাই, জনমানুষের সাথে আইন-শৃঙ্খলা ও প্রশাসনের সম্পর্ক হচ্ছে নিবিড়। সব কিছুরই অবদান জননেত্রী শেখ হাসিনা সরকারের। ভূমি মন্ত্রী আরও বলেন, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা নৌকা। উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামি সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, গণমানুষের নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করুন। লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, আওয়ামীলীগ কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য শাকিবুর রহমান শরীফ, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। মন্ত্রী জনসভাস্থলে উপস্থিত হলে হাজার মানুষ তাকে ফুলদিয়ে অভ্যর্থণা জানায়।
×