ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় শতবর্ষের গ্রামীণ মেলা অনুষ্ঠিত ॥ হাজার হাজার মানুষের সমাগম

প্রকাশিত: ২৩:২২, ১৯ অক্টোবর ২০১৮

মাগুরায় শতবর্ষের গ্রামীণ মেলা অনুষ্ঠিত ॥  হাজার হাজার মানুষের সমাগম

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় মাধবপুর গ্রামে শতবর্ষের প্রাচীন গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে স্কুল মাঠে এ মেলা অনুষ্ঠিত হয় । শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গ্রামবাসীদের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয় । মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে । মেলায় মাটির সামগ্রী , কসমেটিক , বাশবেতের সামগ্রী , নানা ধরনের মিষ্টি, খেলনা সহ বিভিন্ন পন্য উঠেছিল বিক্রির জন্য । স্থানীয় পূজা কমিটির কমিটির পক্ষথেকে বেশ কয়েকটি প্রতিমা অনা হয় বির্সজনের জন্য । তরুনরা উল্লাস করে আনন্দ প্রকাশ করে । আয়োজকরা জানান, একশত বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে । হিন্দু মুসলমাস উভয় সম্প্রদায়ের মানুষ মেলায় অংশ নেয় । ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্ল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে । মেলা শেষে নবগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে। এছাড়া সদর উপজেলার মালন্দ গ্রামে দূর্গা পূজা উপলক্ষে অপর একটি মেলা অনুষ্ঠিত হয় ।
×