ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপাহারে কূপের পানিতে কেরোসিন তেলের গন্ধ

প্রকাশিত: ২৩:২৩, ১৯ অক্টোবর ২০১৮

সাপাহারে কূপের পানিতে কেরোসিন তেলের গন্ধ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহারে কূপের পানিতে কেরোসিন তেলের গন্ধে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, উপজেলা সদরের গোডাউনপাড়ার দফিজ উদ্দীনের (৬০) বাড়ির কূপে গত প্রায় ১৫দিন পানি থেকে কেরোসিন তেলের গন্ধ পাওয়া। রবিবার ওই কূপের পানি মটর দিয়ে সম্পূর্ণ তুলে ফেলার পরেও তেলের গন্ধ ও তৈলাক্ত ভাব যায়নি।স্থানীয়দের ধারনা, ওই কূপের আশেপাশে কোথাও কেরোসিন তেলের ক্ষনি থাকতে পারে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে শতশত উৎসুক জনতা এক নজর দেখার জন্য সেখানে ভিড় করে। আজ শুক্রবার সকাল ১০টায় বাড়ির মালিক দফিজ উদ্দীন জানান, আমার বাড়ির মধ্যে যে কূয়াটি রয়েছে এটির বয়স প্রায় ২০ বছর, এই এলাকায় যখন পানির খুব সংকট ছিল তখন অত্র এলাকার মানুষ এই কূয়ার পানি ব্যবহার করতো এবং গত বছর আমি কূয়াতে বোরিং করে সাব মারসেবল পাম্প বসাই। প্রায় এক বছর সেখান থেকে ভাল পানীয়জল পাওয়া যায়। হঠাৎ কিছুদিন থেকে ওই কূপ থেকে কেরোসিন তেলের গন্ধ ও তৈলাক্ত পানি বের হতে থাকে। কুপের পানি শুকিয়ে ফেললেও এর গন্ধ যায়নি। এবিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্ জানান, বাড়ির মালিক এপর্যন্ত স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করেনি। তবে আমাদের অবগত করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
×