ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাথায় বাউন্সারে চোট পেয়ে, হাসপাতালে ভর্তি হলেন পাক অধিনায়ক সরফরাজ

প্রকাশিত: ০০:৪৩, ১৯ অক্টোবর ২০১৮

মাথায় বাউন্সারে চোট পেয়ে, হাসপাতালে ভর্তি হলেন পাক অধিনায়ক সরফরাজ

অনলাইন ডেস্ক ॥ বাউন্সারে চোট পেয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার সময় অনুভব করেন তীব্র মাথাব্যথা। যার জেরে হাসপাতালে নিয়ে যেতে হল পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে। আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তাই মাঠেই নামতে পারলেন না তিনি। পাকিস্তান শিবির জানিয়েছে, সতর্কতা হিসেবে তাঁর স্ক্যান করানো হবে। তাঁর পরিবর্তে শুক্রবার কিপিংয়ের দায়িত্ব সামলানেন মহম্মদ রিজওয়ান। আর নেতৃত্ব দিলেন আসাদ শফিক। বৃহস্পতিবার পাকিস্তান ইনিংসের ৮৯তম ওভারে পিটার সিডলের ডেলিভারি মাথা নিচু করে ছাড়তে গিয়েছিলেন সরফরাজ। কিন্তু, তা পারেননি। মাথা সরিয়ে নেওয়ায় বল লাগে বাঁ কানের ঠিক নীচে হেলমেটে। তখন ৩২ রানে ব্যাট করছিলেন তিনি। প্রাথমিক চিকিত্সার পর তিনি ব্যাট করেন প্রায় আরও ৩০ ওভার। তেমন কোনও অসুবিধায় দেখাওনি। কিন্তু,শুক্রবার সকালে সমস্যা অনুভব করেন। যার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×