ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একফ্রেমে দুই কিংবদন্তি সচিন ও লারা

প্রকাশিত: ০০:৪৫, ১৯ অক্টোবর ২০১৮

একফ্রেমে দুই কিংবদন্তি সচিন ও লারা

অনলাইন ডেস্ক ॥ একফ্রেমে দুই কিংবদন্তি। একদা বাইশ গজে শ্রেষ্ঠত্বের মুকুটের দুই দাবিদার সচিন তেন্ডুলকার ও ব্রায়ান লারাকে দেখা গেল একসঙ্গে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খোদ সচিন। ছবিতে দুইজনকেই দেখা গিয়েছে একই রকম নীল টি-শার্টে। দু'জনের মাথাতেই রয়েছে টুপি। এই ছবির সঙ্গে সচিন যা লিখেছেন তাতে পরিষ্কার যে লারার আসা মোটেই পূর্ব-পরিকল্পিত ছিল না। বরং 'ত্রিনিদাদের রাজপুত্র' হঠাত্ এসে চমকে দিয়েছেন তাঁকে। সচিন সেজন্যই 'সারপ্রাইজ ভিজিট' হিসেবে তা চিহ্নিত করেছেন। লারার সঙ্গে সাক্ষাতের ফলে উইকএন্ড দারুণ ভাবে শুরু হল বলেও লিখেছেন তিনি। শুক্রবার লিটল চ্যাম্পিয়ন এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। ক্রিকেটপ্রেমীরা মেতে ওঠেন উচ্ছ্বাসে। এক সময় বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে এই দুই জনকেই বেছে নিত ক্রিকেটমহল। ৪৫ বছর বয়সী সচিন ২০০ টেস্টে ৫৩ গড়ে করেছেন ১৫,৯২১ রান। এর সঙ্গে রয়েছে ওয়ানডে ফরম্যাটে ১৮,৪২৬ রান। ৪৯ বছর বয়সী লারা টেস্টে ৫২.৮৮ গড়ে করেছেন ১১,৯৫৩ রান। টেস্টে সর্বাধিক ৪০০ রানের রেকর্ড এখনও তাঁর দখলেই। একদিনের ক্রিকেটে ৪০.৪৮ গড়ে লারা করেছেন ১০,৪০৫ রানও। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×