ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের জনগনের ওপর নয়, ঐক্যজোটের আস্থা বিদেশিদের ওপর ॥ হানিফ

প্রকাশিত: ০১:২৮, ১৯ অক্টোবর ২০১৮

দেশের জনগনের ওপর নয়, ঐক্যজোটের আস্থা বিদেশিদের ওপর ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঐক্য ফ্রন্টে আছে তাদের এদেশের জনগনের ওপর আস্থা নেই। এদের আস্থা আসলে বিদেশিদের প্রতি। এজন্য তারা প্রথমে বিদেশিদের কাছে ধন্যা দিয়েছে। জনগন এই সমস্ত গণ বিচ্ছিন্ন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদেরকে কোনদিন রাষ্ট্র ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় যেতে পারলে তবেই তো এই দলের মন্ত্রী, প্রধানমন্ত্রী কে হবে তার হিসাব আসবে। হানিফ শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় শেষে বিদেশি কূটনীতিকদের সাথে ঐক্যফ্রন্টের আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি তো এক সময় ক্ষমতায় ছিল। তাহলে কি তারা স্বীকার করছেন যে উনারা ক্ষমতায় থাকতে সব মামলার রায় আগেই লিখে দিতেন। হানিফ বলেন, দেশের আদালত স্বাধীনভাবে কাজ করছে, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। মিথ্যাচার করে জনগনকে সাময়িকভাবে বোকা বানানো সম্ভব কিন্তু আদালতের রায় বা বিচার ব্যবস্থাকে পরিবর্তন করা সম্ভব নয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
×