ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গায় বির্সজন শুরু

প্রকাশিত: ০২:২৭, ১৯ অক্টোবর ২০১৮

বুড়িগঙ্গায় বির্সজন শুরু

অনলাইন ডেস্ক ॥ দুর্গাপূজার বিজয়া দশমীতে সদরঘাটের ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বির্সজন শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটে রথখোলা রোডের মরনচাঁদ মণ্ডপের প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানানোর পর্ব শুরু হয়। তারপর বনানী জাকের পার্টির ভক্ত মিশনের প্রতিমা বির্সজন দেওয়া হয় বুড়িগঙ্গায়। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সদরঘাট এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, পুলিশ ছাড়াও র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সবাই যাতে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌ-পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান বলেন, বির্সজনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জলযান আছে, আছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। মহানগরীর অর্ধেকের বেশি প্রতিমা বিনাস্মৃতি স্নানঘাটে বির্সজন দেওয়া হবে বলে পূজা কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন। তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটেও হবে প্রতিমা বিসর্জন। ঢাকা মহানগরীতে রাত ১০টার মধ্যে নিরঞ্জন (প্রতিমা বিসর্জন) শেষ করার নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এ বছর সারা দেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, যা গতবারের তুলনায় ১১৯৫টি বেশি। এর মধ্যে রাজধানীতে ছিল ২৩৪টি মণ্ডপ।
×