ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে ড্রেজার মেশিন চালু করতে গিয়ে চালকের মৃত্যু

প্রকাশিত: ০৩:২৩, ১৯ অক্টোবর ২০১৮

মির্জাপুরে ড্রেজার মেশিন চালু করতে গিয়ে চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন চালু করতে গিয়ে ড্রেজার মেশিনের হাতলের আঘাতে পানিতে ডুবে ফজলু মিয়া (৩২ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বংশাই নদীর যোগীরকোফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলু বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, বংশাই নদীর ওই স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত যোগীরকোফা গ্রামের রমেজ আলীর ছেলে ঈমান আলী বালু উত্তোলন করে আসছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ড্রেজার চালক ফজলু মেশিনের ইঞ্জিন চালু করতে গেলে হাতলের আঘাতে আহত হয়ে ছিটকে পানিতে পড়ে ডুবে যান। খোঁজাখুজির পর না পেলে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে বিকেল সাড়ে চারটার দিকে ফজলুর মরদেহ নদী থেকে উদ্ধার করে। মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
×